সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও মহামারী রুপ নিয়েছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। এ অবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়াতে সাধারণ মানুষ বিরত থাকছে করোনায় মৃতদের দাফন ও সৎকার থেকেও। দেখা দিচ্ছে নানা বিপত্তি। এমন অবস্থায় প্রতিটি এলাকাতেই এগিয়ে এসেছেন অনেকেই। নিয়ম মেনেই নিজ দায়িত্বে করছেন মৃতদের দাফন ও সৎকার।
তারই ধারাবাহিকতায় "খেদমতে খলক ফাউন্ডেশন" থেকে প্রশিক্ষণ নিয়ে মহেশপুর থানার জন্য একটা টিম গঠন করা হয়েছে
একজন টিম মেম্বার ইবরাহিম খলিল তার ফেসবুক স্টাটাসে বলেন,
"আল্লাহ না করুন আমাদের মহেশপুরের কোন ভাই বা বোন (যে কোন ধর্মের অনুসারী হোক না কেনো) যদি করোনা পজিটিভ হয়ে মারা যায় আমরা স্বেচ্ছায় সেই ভাই বা বোনের লাশ কাফন দাফন বা সৎকার করার জন্য প্রস্তুত৷
দয়া করে আমাদের কে একটু অবহিত করবেন৷ সর্বদাই পাশে পাবেন ইনশাআল্লাহ৷
টিমের প্রধান ও সদস্যদের তালিকা
১৷ টিম প্রধান: মুফতী রফিকুল ইসলাম (পরিচালক সুফফাহ মাদরাসা জলিলপুর মহেশপুর ঝিনাইদহ)
০১৯৯৪২২০২২০
২৷ মাওলানা হুমায়ুন কবির,( সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা শিক্ষক সুফফাহ মাদরাসা জলিলপুর মহেশপুর ঝিনাইদহ)
০১৯৬৩১৩৯০৯৬
৩৷ মাওলানা মুহাম্মাদ ইবরাহীম খলিল (জলিলপুর মহেশপুর ঝিনাইদহ)
০১৯২৮৪৭৮৭৮০
৪৷ মাওলানা মাহফুজ (শিক্ষক সুফফাহ মাদরাসা)
৫৷ Abdullah Al Mamun আব্দুল্লাহ আল মামুন( জলিলপুর মহেশপুর ঝিনাইদহ)০১৯৯৬৫৩৫৪৮৬
৬৷ মুহাম্মাদ হাবিবুল্লাহ( আল মদিনা হটেল জলিলপুর মহেশপুর ঝিনাইদহ)
০১৯১৪২৯৮১০৮