গোশতের পরিবর্তে মাংস বলা যাবে কি?




بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

অভিধানে মাংস শব্দের অর্থ লেখা হয়েছে,

‘প্রাণীর দেহের হাড় ও চামড়ার মধ্যবর্তী শরীরের অংশবিশেষ।’ [ব্যবহারিক বাংলা অভিধান পৃ. ৯৬৮]

সকল বাংলা অভিধানে এই অর্থই লেখা হয়েছে। কোথাও মাংস মানে মায়ের অংশ লেখা হয়নি।

তাই মাংস শব্দকে মাংশ মনে করে মায়ের অংশ ব্যাসবাক্যে সন্ধিবিচ্ছেদ করা বাংলা ভাষার কোনো নিয়মের মাঝে পড়ে না।

সুতরাং গোশতকে মাংস বলা যাবে না- বিষয়টি ঠিক নয়। বরং শরিয়তের দৃষ্টিতে মাংস বলতে কোনো সমস্যা নেই। আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

উত্তর দিচ্ছেনঃ
মুফতি রেজাউল করিম
মোবাঃ 01782-409169

সত্য প্রকাশ

আমার নামঃ মুফতি রেজাউল করিম। আমি একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করছি। পাশাপাশি এ ব্লগের সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায় সময় পেলে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখার চেষ্টা করি। যেন অনলাইনেও মানুষ ইসলামি জ্ঞান অর্জন করতে পারে। আপনিও চাইলে এ ব্লগে লিখতে পারেন। মোবাইলঃ 01782-40 91 69

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন