বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
বুধবার, ১৮ মে, ২০২২
কুমিল্লায় উদ্ভোধন হলো আইটির সকল পন্য নিয়ে W3 Codevs
কুমিল্লার নিউ মার্কেটে ‘‘কুমিল্লাা আইটি পার্কে’’র 4র্থ তলায় আইটির সকল পন্য নিয়ে উদ্বোধন হয়েছে W3 Codevs । এ শপে আইটি সেক্টরের যাবতীয় পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে।
- Desktop Assemble
- Desktop and Laptop Servicing
- Software Installation
- Printer Cartridge Refiling
- CCTV Sales and Service
- Internet and Networking
- All Kinds of Sales and Service
- Freelancing and Outsourcing
- Web Design and Development
- Grapich Design
- Digital Marketing
- Cyber Security and Ethical Hacking
পিয়ার্সিং প্যাটার্ন - কীভাবে পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক দিয়ে ট্রেড করবেন?
- piercing প্যাটার্ন দুটি ক্যান্ডেলস্টিক দিয়ে তৈরি, প্রথমটি বিয়ারিশ এবং দ্বিতীয়টি একটি বুলিশ ক্যান্ডেলস্টিক।
- পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হল একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন যা ডাউনট্রেন্ডের শেষে পাওয়া যায়।
- এটি একটি ডাউনট্রেন্ডের শেষের দিকে পাওয়া যায় এবং এটি অন্ধকার মেঘের আবরণের মতোই।
- এই প্যাটার্নের সাথে ট্রেড করার সময় বিনিয়োগকারীদের অবশ্যই কয়েকটি বৈশিষ্ট্যের দিকে নজর দিতে হবে।
- এছাড়াও, অন্যান্য প্রযুক্তিগত সূচকগুলির সাথে এই প্যাটার্ন দ্বারা প্রদত্ত সংকেতগুলি নিশ্চিত করতে ভুলবেন না।
সোমবার, ১৬ মে, ২০২২
সকাল-সন্ধ্যা মাসনুন আমল ও দোয়া
তিরমিযি শরীফ ও তার বৈশিষ্ট্যাবলি
তিরমিযি শরীফ ও তার বৈশিষ্ট্যাবলি
صنفت هذا المسند الصحيح وعرضته على علماء الحجاز قرضوا به وعرضه على علماء خراسان فرضوا به
অর্থাৎ ‘আমি এ সনদযুক্ত হাদীছ গ্রন্থখানি প্রণয়ন করে একে হিজাযের হাদীছবিদদের সমীপে পেশ করলাম। তারা এটা দেখে খুবই পসন্দ করলেন ও সন্তোষ প্রকাশ করলেন। এরপর আমি এ গ্রন্থকে খুরাসানের মুহাদ্দিছগণের খেদমতে পেশ করলাম। তারাও একে অত্যন্ত পসন্দ করেন এবং সন্তোষ প্রকাশ করেন'।
ইমাম তিরমিযি রহ. আরোও বলেন,
من كان عنده هذا الكتاب الجامع ، فكأنما في بيته نبي يتكلم
অর্থাৎএই সার্বজনীন গ্রন্থটি যার কাছে থাকবে তার কাছে যেন নবী কথা বলছেন। (আল বিদায়া, ইবনে কাসীর ১১/৬৭)।
ইসলামকে সহজভাবে জানার ক্ষেত্রে তিরমিজী শরীফ সাধারণ পাঠকদের জন্য একখানি সুখপাঠ্য ও সহজবোধ্য হাদীস গ্রন্থ। শায়খুল ইসলাম হাফিয ইমাম আবু ইসমাঈল আবদুল্লাহ আনছারী তিরমিযী সম্পর্কে বলেন,
كتابه عندى أنفع من كتاب البخاری و مسلم لأن كتابي البخاري ومسلم يقف على الفائدة منهما الا البحر العالم كتاب أبي عيسى يصل إلي قاندنه كل أخذ من الناس
অর্থাৎ ‘আমার দৃষ্টিতে জামে তিরমিযী বুখারী ও মুসলিম গ্রন্থদ্বয় অপেক্ষা অধিক ব্যবহার উপযােগী। কেননা বুখারী ও মুসলিম এমন হাদীছগ্রন্থ যা হ'তে কেবল বিশেষ পারদর্শী আলেম ব্যতীত অপর কেউ ফায়দা লাভ করতে সমর্থ হয়। কিন্তু ইমাম আবু ঈসার গ্রন্থ হ’তে যেকোন লােক উপকারিতা হাছিল করতে পারে।
এই কিতাবে এমন কিছু বৈশিষ্ট পাওয়া যায় যা অন্যান্য কিতাবে নেই।
1। এই কিতাবটি একই সাথে জামে ও সুনানও। কারণ, এটি ফিকহি তারতিবে বিন্যস্ত করা হয়েছে।
2। এই কিতাবে হাদীসের তাকরার বা পুনরাবৃত্তি নেই।
3। এই কিতাবে ইমাম তিরমিযি সমস্ত ফুকাহার মৌলিক প্রমাণাদি সংকলন করেছেন; এবং প্রত্যেতকর জন্য আলাদা অধ্যায় কায়েম করেছেন।
4। প্রতিটি অধ্যায়ে ইমাম তিরমিযি ফুকাহায়েকেরামের মাযহাব বাধ্যতামূলকভাবে বর্ণনা করেছেন।
5। ইমাম তিরমিযি প্রতিটি হাদীসের সনদের স্তরও উল্লেখ করেছেন।
6। প্রতিটি অধ্যায়ে এক অথবা দু তিনটি হাদীস উল্লেখ করেন এবং সেসব হাদীস মনোনীত করেন যেগুলো অন্যান্য ইমাম বর্ণনা করেননি। কিন্তু সাথে সাথে وفي الباب عن فلان وفلان বলে সেসব হাদীসের দিকে ইঙ্গিত করেন যেগুলো এ অধ্যায়ে আসতে পারে।
7। যদি হাদীস দীর্ঘ হয় তাহলে ইমাম তিরমিযি সাধারণত উল্লেখ করেন সে অংশটুকু যার সেই বাবের সাথে মিল রয়েছে।
8। কোন হাদীসের সনতদ যদি ত্রুটি ও ইযতেরাব থাকে তাহলে ইমা তিরমিযি তার বিস্তারিত আলোচনা করেন।
9।জামে তিরমিযির তারতিব খুবই সহজ। এর শিরোনামগুলো অনেক সহজ। তিরমিযি থেকে হাদীস তালাশ করাও সহজ।
10। তিনি মাজহুল রাবীদের পরিচয়ও করিয়ে দেন। বিশেষভাবে যে রাবী নামে পরিচিত তার উপনাম। এবং যিনি উপনামে পরিচিত তার নাম বলে দেন।
11। এ কিতাবের সমস্ত হাদীস কেন না কোন ফকীহর কাছে আমলযোগ্য । শুধু দুটি হাদীস সম্পর্কে ইমাম তিরমিযি বলেছেন যে, এগুলোর ওেপর কারো মতে আমল হয় না। একটি হলো, বিনা ওযরে দুই নামায একত্রিত করণ। দ্বিতীয়টি হলো, মদ্যপায়ীকে হত্যা করা প্রসঙ্গে। কিন্তু বাস্তবতা হলো, হানাফীরা এ দুটি হাদীসের ওপর আমল করেন।প্রথম হাদসিটি বাহ্যত প্রয়োগ করেন একত্রে আদায়ের ক্ষেত্রে। আর দ্বিতীয়টি শাসনের ক্ষেত্রে। সংক্ষিপ্তভাবে এ হলো, তিরমিযি শরীফ ও তার বৈশিষ্ট্যাবলি।
রবিবার, ১৫ মে, ২০২২
ইমাম তিরমিজি (রহ.) এর সংক্ষিপ্ত জীবনী
![]() |
ইমাম তিরমিযির জীবনী |
আলহামদুল্লিাহ। কওমী মাদরাসার ক্লাস আরম্ভ হয়ে গেছে। যারা এবার তিরমিযি শরীফ পড়াবেন তাদের জন্য ‘‘ইমাম তিরমিজি (রহ.) এর সংক্ষিপ্ত জীবনী’’এ প্রবন্ধটি।আমি অধমও পড়াব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। আপনারা বিস্তারিত তথ্যসুত্রে দেয়া কিতাবগুলো থেকে বিস্তারিত পড়ে নিবেন ইনশাআল্লাহ!
নাম ও বংশ
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি-এর প্রকৃত নাম- মুহাম্মদ। কুনিয়াত- আবূ ঈসা। তাঁর পিতার নাম ‘ঈসা। তার দাদার নাম সাওরা। তাঁর বংশপরিক্রমা হল: মুহাম্মদ ইবনে ‘ঈসা ইবনে সাওরা ইবনে মূসা ইবনে আয-যাহহাক আস-সুলামী আয-যরীর আল-বূগি আত-তিরমিজি।
জন্মগ্রহণ
ইমাম তিরমিজি (রহঃ) এর জন্ম তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে। ইমাম তিরমিজি (রহঃ) এর জন্মসাল হিসাবে ২০৯ হিজরী (৮২৪/৮২৫ খ্রিঃ) উল্লেখ পাওয়া যায়। তবে, ইমাম যাহাবি বলেন, ইমাম তিরমিজি (রহঃ) ২১০ হিজরীর (৮২৫/৮২৬ খ্রিঃ) কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেন, ইমাম তিরমিজি (রহঃ) মক্কায় জন্মগ্রহণ করেন। আবার অনেকে বলেন, তিনি তিরমিজে জন্মগ্রহণ করেন (যেটি বর্তমানে উজবেকিস্তানের দক্ষিনে অবস্থিত)। প্রসিদ্ধ মত অনুযায়ী, তিনি ২০৯ হিজরীতে তিরমিজি শহরে জন্মগ্রহণ করেন।
শৈশবকাল
ইমাম তিরমিজি (রহঃ) শৈশবকাল নিজ জন্মভূমিতে কাটান। তবে, তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং প্রখর বুদ্ধিমান ছিলেন। ফলে কোন হাদিসের প্রতি একবার চোখ বুলালে তা আর পুনরায় দেখার প্রয়োজন পড়তো না। সবাই তাঁর প্রখর মেধা দেখে আশ্চর্য হয়ে যেতো।
শিক্ষাজীবন
শৈশবকালে প্রাথমিক শিক্ষা শেষ করে হাদিস শিক্ষা এবং হাদিস সংগ্রহে আত্মনিয়োগ করেন। ২০ বছর বয়সে তিনি হাদিস শিক্ষা শুরু করেন। তিনি মুসলিম জাহানের বিখ্যাত হাদিস শিক্ষাকেন্দ্রসমুহ বসরা, কুফা, ইরাক, খোরাসান, হিজাজে গমন করে হাদিস সংগ্রহ ও অধ্যয়ন করতেন। কোন কোন সময় ইমাম তিরমিজি (রহঃ) পরিবার পরিজন থেকে নিরুদ্দেশ থাকতেন।
অসাধারণ স্মৃতিশক্তি :
তাঁর উস্তাদগণ
ইমাম তিরমিজি (রহঃ) অনেক মুহাদ্দিস থেকে হাদিস গ্রহন করেন বা শিক্ষার্জন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য উস্তাদগণ হলেন-
• ইমাম বোখারী
• আবু দাউদ
• মুসলিম বিন হাজ্জাজ
• মাহমুদ ইবনে গাইলান
• কুতাইবা ইবনে সাঈদ
তাঁর ছাত্রগণ
ইমাম তিরমিজি (রহঃ) খুব অল্প সময়ে হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হন। ইমাম তিরমিজি রহঃ ছিলেন ইলমে হাদীসের এক বিশাল সাগর। ইমাম তিরমিজি রহ. এর পাণ্ডিত্য চতুর্দিকে ছড়িয়ে পড়লে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্ধানুরাগী ও জ্ঞানপিপাসু ছাত্রগন তার নিকট থেকে হাদিসের দরস নিতে থাকেন। উল্লেখযোগ্য কিছু ছাত্র হলো-
• হুসাইন ইবনে ইউসূফ আল-ফিরবরী।
• হাম্মাদ ইবনে শাকির আল-ওয়ারাক।
• আহমদ ইবনে ইউসুফ নাসাফী (রহঃ)।
তাঁর রচিত গ্রন্থসমূহ
ইমাম তিরমিজি (রহ.) অনেক গ্রন্থ প্রণয়ন করেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য-
১| আল-জামি আল-মুখতাসার মিন আস-সুনান আন-রাসুলিল্লাহ, (এটি জামে তিরমিজি নামে বেশ পরিচিত)
২| আশ-শামাইল আন-নাবাউয়িয়াহ ওয়া আল-ফাদাইল আল-মুসতাফাউয়িয়াহ।
৩| আল-আসমা ওয়া আল-কুনা।
৪| আজ-জুহদ।
৫| আল-ইলাল আস-সুগরা।
৬| আল-ইলাল আল-কুবরা।
৭| কিতাব আত-তারিখ।
মাজহাব
ইমাম তিরমিজি ইমাম বুখারীর খুব ঘনিষ্ঠ ছিলেন। তিরমিজি শাফেয়ী বা হাম্বলী মাজহাবের অনুসারী ছিলেন। এমন হতে পারে যে তিনি নিজে একজন মুজতাহিদ ছিলেন অথবা ইমাম বুখারীর খুব ঘনিষ্ঠ হওয়ায় কিছু অভিমত অনুযায়ী তিনি তার মাজহাব অনুসরণ করতেন।
মনীষীগণের অভিমত
১. ‘আল্লামা শামসুদ্দীন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলায়হি মীযানুল ই’তিদাল ফী নকদির রিজাল গ্রন্থে বলেন,
......... محمد بن عيسى بن سورة؛ الحافظ، العلَم، الإمام، البارع
“আবূ ঈসা আত-তিরমিযী ছিলেন হাফিয, ‘আলিম, জামি’ গ্রন্থের সংকলক নির্ভরযােগ্য এবং তাঁর বিশ্বস্ততার ব্যাপারে সকলেই একমত।”
২. আল্লামা আবূ ইয়ালা আল-খালীলী রাহমাতুল্লাহি আলায়হি বলেন,
محمد بن عيسى بن سَوْرَة بن شدَّاد، الحافظ، متفق عليه، له كتاب في السنن وكلام في الجرح والتعديل، روى عنه ابن محبوب والأجلَّاء، وهو مشهور بالأمانة والعلم”
‘তিনি ছিলেন সকলের মতে নির্ভরযােগ্য.............। আমানতদারী এবং জ্ঞানের ক্ষেত্রে ছিলেন প্রসিদ্ধ।’
৩. ইমাম হাফিয ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলায়হি বলেন,
كان أبو عيسى الترمذي ممن جمع، وصنَّف، وحَفِظَ، وذاكر
“আবূ ঈসা ছিলেন হাদীস মুখস্থকারী, সংগ্রহকারী ও সংকলনকারীগণের মধ্যে অন্যতম।
৪. ইমাম হাকিম আন-নিসাপুরী রাহমাতুল্লাহি আলায়হি বলেন, “উমর ইবনে আলাক থেকে বর্ণিত, তিনি বলেন,
৫. ইমাম হাফিয মিযযী রাহমাতুল্লাহি আলায়হি বলেন, “তিনি ছিলেন উল্লেখযােগ্য হাফিযগণের মধ্যে অন্যতম এবং এমন এক ব্যক্তি, যার মাধ্যমে আল্লাহ মুসলমানগণকে উপকৃত করেছেন।”
দিদারে ইলাহী
ইমাম তিরমিজি (রহঃ) ২৭৯ হিজরীর ১৩ ই রজব সোমবার রাতে (৮ অক্টোবর ৮৯২ খ্রিঃ, বোরবার রাতে) বূগে ইন্তেকাল করেন। তাঁকে বর্তমানে উজবেকিস্তানের তিরমিজ থেকে ৬০ কি.মি. উওরে শিরাবাদে দাফন করা হয়। (সিয়ারু আলামিন নুবালা)
তথ্যসূত্রঃ الأعلام (6/322). البداية والنهاية (14/647).سير أعلام النبلاء (13/270/رقم 132).شذرات الذهب في أخبار من ذهب (3/327).العبر في خبر من غبر (1/402).الوافي بالوفيات (4/207).وفيات الأعيان (4/278/رقم 613).
জাপানি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন: MARUBOZU
একটি মারুবোজু একটি পূর্ণ দীর্ঘ শরীর এবং সবেমাত্র কোনো ছায়ার সাথে ক্যান্ডেলস্টিক মিস করা কঠিন।এই কঠিন শরীরটি যে কোনও নির্দিষ্ট দিকে একটি শক্...
