এই করোনা মহামারীতে অনেক ডাক্তার মারা গেছেন৷ একজন হুজুর শত শত মানুষ নিয়ে মসজিদে জামাতে নামায আদায় করেছন কিন্তু তার করোনা হয়নি৷ তিনি করোনায় মৃত্যুবরন করেননি৷ এর কারণ কি?
আমার গবেষণা মতে এর কারণ হলো, অযু৷ কারণ হুজুররা প্রত্যেকদিন পাঁচবার অযু করেন৷ অযু যে করোনার জন্য কত ইফেক্টেবল তা আপনারা চিন্তা করে দেখবেন৷
অযুতে কী করা হয়? দুই হাত কব্জিসহ ধৌত করতে হয়৷ নাকে পানি দিয় নাক ঝাড়তে হয়৷ গড়গড়াসহ কুলি করতে হয়৷ কান মাসেহ করতে হয়৷ সমস্ত মুখমন্ডল ধৌত করতে হয়৷
দৈনিক যদি পাঁচ বার এ কাজগুলো করা হয় তাহলে শরীরে করোনা প্রবেশ করবে কীভাবে? ভাইরাস যদি হাতে থাকে হাত ধৌত করলে তা চলে যাবে৷ নাকে থাকলে নাক ঝেড়ে পরিষ্কার করলে তা বের হয়ে যাবে৷ গলায় ভাইরাস থাকলে গড়গড়াসহ কুলি করলে তা পানির সাথে বেরিয়ে যাবে৷ এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন, ড. মাহফুজুর রহমান৷