নারায়ণগঞ্জে শহরের বালুরমাঠ আবাসিক এলাকায় মসজিদ, কলেজ ও প্রেসক্লাব সংলগ্ন মদের বার উচ্ছেদের দাবিতে স্থানীয় ওলামায়ে কেরাম বিক্ষোভ সমাবেশ করেছে।
শুক্রবার ৭ ফেব্রুয়ারি জুমুার নামাজের পর নগরীর ডি আই টি চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্ত্বে জেলা উলামা পরিষদের নেতৃস্থানীয় আলেম-ওলামা বক্তব্য রাখেন।
বক্তারা প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন, নারায়ণগঞ্জের মাটিকে কোন অবস্থাতেই অপবিত্র করতে দেয়া হবে না। ব্লুপিয়ার নামক মদের বারকে এখান থেকে উচ্ছেদ করতেই হবে।
কাদিয়ানী বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের বলেন, সরকার চায় মাদকমুক্ত সোনার বাংলাদেশ গড়তে। কিন্তু সরকারি বিভিন্ন পদের কর্মকর্তারাই মাদক-ক্যাসিনোর সঙ্গে জড়িত। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় ব্লুপিয়ার নামে মদের বার বসানোর জন্য একটা চক্র প্রশাসনের ছত্রছায়ায় বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের প্রশাসন, এমপি, মেয়র মহোদয়কে আপামর জনতার পক্ষে এই ব্যাপারে নিজেদের অবস্থান সুস্পষ্ট করতে হবে।
মাওলানা আব্দুল আউয়াল সরকারকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ তায়ালা মাদককে হারাম করেছেন। এখন যারা মদের লাইসেন্স দিয়ে, মদকে হালাল করতে চায়, তাদের মুসলমানিত্ব থাকে না।
সমাবেশ থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবারের আগে মদের বার উচ্ছেদ করা না হলে আগামী শুক্রবার আবারও নারায়ণগঞ্জ প্রেসক্লাব মোড়ে অবস্থানের ঘোষণা দেন মাওলানা আব্দুল আউয়াল।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মাওলানা জাকির হুসাইন কাসেমী, মাওলানা ফেরদাউস, মাওলানা ইসমাঈল সিরাজী, অনিসলামীক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সি, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মাসুম, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা রহমতুল্লাহ বোখারীসহ প্রমুখ।
আরএম/