সুবহে সাদিকের পর ফজরের সুন্নত ছাড়া কোন সুন্নত পড়া যাবে কি? ফজরের সুন্নতের পর কোন নফল পড়া যাবে কি?



                                                   প্রশ্ন

সুবহে সাদেক এর পর ফজরের সুন্নত ছাড়া অন্য নফল নামাজ পড়া  যায় কি না ?
ফজরের সুন্নত এর আগে বা কোন নফল পড়া যাবে কি না ? ফজরের সুন্নত এর পরে ফরজ পর্যন্ত অন্য কোন নফল পড়া যাবে কি না ?
পড়া না গেলে তার কারণ কি ?




                                                    জবাব

بسم الله الرحمن الرحيم

সুবহে সাদিকের পর ফজরের ফরয নামাযের আগে দুই রাকাত সুন্নাত ছাড়া অন্য নফল নামায পড়া প্রমানিত নয়। মসজিদে গিয়েও নামায পড়া যাবে না।

ফজরের ফরয পড়ার পর সূর্য উদিত হয়ে কিছুটা উঁচু হওয়া পর্যন্ত কোন নামায পড়তে রাসূল সাঃ নিষেধ করেছেন। তাই সে সময় নামায পড়া যাবে না।




দলিল

عَنْ حَفْصَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا طَلَعَ الْفَجْرُ لاَ يُصَلِّى إِلاَّ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ وفى رواية إلا ركعتي الفجر

অনুবাদ-হযরত হাফসা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ফজর উদিত হবার পর ফজরের দুই রাকাত সুন্নাত ছাড়া অন্য কোন নামায পড়তেন না।

{সহীহ মুসলিম হাদীস নং-১৭১১,সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-১৫৮৭,মুসনাদে আহমাদ, হাদীস নং-২৪২২৫,সুনানে নাসায়ী, হাদীস নং-৪২২৭,সুনানে বায়হাকী,হাদীস নং-৯৭৯,আল মু’জামুল কাবীর হাদীস নং-৩৮৫}
সত্য প্রকাশ

My name: Mufti Rezaul Karim. I am teaching in a communal madrasah, I try to write something about Deen Islam when I have time because I have a fair amount of knowledge about online. So that people can acquire Islamic knowledge online. You can also write on this blog if you want.

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন