আযানের জবাব দেয়ার হুকুম কি?



 প্রশ্ন

মোঃ রায়হান
যশোর

আমাদের এলাকায় মৌখিকভাবে আযানের জবাব দেয়ার ব্যাপারে মতানৈক্য দেখা দিয়েছে। কেউ বলে ওয়াজিব, কেউ বলে মুস্তাহাব । আসলে আযানের জবাব দেয়ার হুকুম কি?  সঠিক সমাধান জানালে উপকৃত হবো।

উত্তরঃ মৌখিকভাবে আযানের জবাব দেয়া মুস্তাহাব, ওয়াজিব নয়।


    جاء في " الدر المختار" ٢/٦٥). ويجيب وجوبا وقال الحلوانى ندبا،والواجب الإجابة بالقدم من سمع الاذان ولو جميل لا حايض ونفساء.
                                                              وفي " معارف السنن" ٢/٢٣٩) وأماجواب الاذان فهو مستحب عند الحنفية وغيرهم.

আরো জানুন অযুহীন বস্থায় আযান দেয়ার হুকুম কি? এখানে ক্লিক করুন, মুসলিমের হক
সত্য প্রকাশ

আমার নামঃ মুফতি রেজাউল করিম। আমি একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করছি। পাশাপাশি এ ব্লগের সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায় সময় পেলে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখার চেষ্টা করি। যেন অনলাইনেও মানুষ ইসলামি জ্ঞান অর্জন করতে পারে। আপনিও চাইলে এ ব্লগে লিখতে পারেন।

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন