প্রশ্ন
মোঃ রায়হান
যশোর
আমাদের এলাকায় মৌখিকভাবে আযানের জবাব দেয়ার ব্যাপারে মতানৈক্য দেখা দিয়েছে। কেউ বলে ওয়াজিব, কেউ বলে মুস্তাহাব । আসলে আযানের জবাব দেয়ার হুকুম কি? সঠিক সমাধান জানালে উপকৃত হবো।
উত্তরঃ মৌখিকভাবে আযানের জবাব দেয়া মুস্তাহাব, ওয়াজিব নয়।
جاء في " الدر المختار" ٢/٦٥). ويجيب وجوبا وقال الحلوانى ندبا،والواجب الإجابة بالقدم من سمع الاذان ولو جميل لا حايض ونفساء.
وفي " معارف السنن" ٢/٢٣٩) وأماجواب الاذان فهو مستحب عند الحنفية وغيرهم.আরো জানুন অযুহীন বস্থায় আযান দেয়ার হুকুম কি? এখানে ক্লিক করুন, মুসলিমের হক