মো. আব্দুল জলীল
মাদারীপুর,
প্রশ্ন
জনাব মুফতি সাহেব,জুময়ার
খুৎবা চলাকালিন সুন্নাত বা নফল নামায পড়ার হুকুম কি? দলীল সমৃদ্ধ সমাধান জানিয়ে
বাধিত করবেন।
উত্তরঃ
জুময়ার খুৎবা
চলাকালিন সুন্নত বা নফল নামায পড়া মাকরুহে তাহরীমী। কেননা, হাদীস শরীফে এসেছে- “
হযরত ইবনে আব্বাস ও ইবনে উমর রা. ইমাম সাহেবের কামরা থেকে বের হওয়ার পর কোনো নামায
পড়া ও কথা বলাকে অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা,2/473)
আমার ভিডিও আলোচনা দেখতে
ক্লিক করুন এখানে
শরয়ী দলীলঃ
· في بدايع
الصنايع1/592 واما محظورات الخطبة فمنها
انه يكره الكلام حالة الخطبة وكذا قراءة القران وكذا الصلوة.
·
আরো দেখুন….
· তাবয়ীনুল
হাকায়েক, 1/535
· ফতোয়ায়
আলমগিরী,1/208
· ফতোয়ায়
বাজ্জাযিয়া,1/5
· আলবাহরুর
রায়েক,1/280
· তাতারখানিয়া,2/576