মাদারিসিল আরাবিয়া’-এর ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর ভারপ্রাপ্ত কো-চেয়ারম্যান হলেন মাওলানা আব্দুল কুদ্দুস। তিনি এ প্রতিষ্ঠানের মহাসচিব পদে দায়িত্বরত আছেন।
চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মজলিসে আমেলার অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়। গুরুত্বপূর্ণ বৈঠকটির সভাপতিত্ব করেন বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।
বৈঠক সূত্রে জানা যায়, বেফাক সভাপতি আল্লামা আহমদ শফীর প্রস্তাবে ও সদস্যের সম্মতিতে মাওলানা আব্দুল কুদ্দুসকে বেফাকের ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ও হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। আগামী কাউন্সিল পর্যন্ত তিনি মহাসচিব পদেও দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী রহ., সহ-সভাপতি তাফাজ্জল হক হবিগঞ্জী ও আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে এসব পদে রদবদল এসেছে বলে জানান তিনি।
এছাড়াও মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জীকে বেফাকের খাস কমিটি ও হাইয়াতুল উলইয়ার সদস্য মনোনীত করা হয়েছে। এর আগে তিনি বেফাকের সহ-সভাপতি ছিলেন।
কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহতমিম (প্রিন্সিপাল) মাওলানা শাব্বির আহমাদ রশিদকে ও কুমিল্লার বটগ্রাম মাদরাসার মাওলানা নুরুল হককে বেফাকের সহ-সভাপতি মনোনীত করা হয়।