বোরকা পরা স্বাস্থের জন্য ক্ষতিকর : বললেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এমনই মন্তব্য করেছেন গণসাস্থ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।ডিবিসি নিউজ ভাস্কর্য বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভাস্কর্য ভাস্কর্যই তা যারই হোক না কেন? এটা নিয়ে আলেমরা ভুল কাজ করছেন।
তিনি বলেন, মুর্তি আর ভাস্কর্য এক নয়। আলেমদের কাজ হলো, মানবিক কাজ কর্ম করা।শিক্ষার মধ্যে পরিবর্তন আনতে হবে । তাদেন বুঝাতে হবে অহেতুক এসব বিতর্কে যাওয়া ঠিক নয়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, আমার মতে উনাদের পান খাওয়া বন্ধ করতে হবে। পান খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উনাদের মেয়েরা লম্বা লম্বা বোরকা পরবে এটাও ঠিক নয়। এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তিনি আরো বলেন, আলেমরা জ্ঞানী মানুষ । তারা মোদের ম্রদ্ধার পাত্র। কারা তাদেরকে এ ব্যাপারে প্রভাবিত করেছে তা আমরা জানি না। তবে লোকজন সন্দেহ করছে যে, এত বড় ভুল কাজ তারা কেন করবে।