হঠাৎ কবি হওয়ার গল্প! কি শিরোনাম দেখে অবাক হচ্ছেন? তবে বলছি শুনুন- আমি তখন মাস্টার্সের স্টুডেন্ট! প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়ে বাড়ি এসেছি! গল্পটি বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরার পথে! কাওরাকান্দি ফেরিঘাট থেকে উঠে বসলাম ফেরিতে! একা একা খুব বোরিং লাগছিলো তাই ম্যাসেন্জারটি অপেন করলাম! হঠাৎ কেউ একজন ম্যাসেজ দিল- টিচার আপনি কোথায়? আমি রিপ্লে করলাম- এইতো ঢাকার উদ্দেশ্যে ফেরিতে আছি! তা কেমন লাগছে ফেরিতে? তেমন খারাপ না, ভালোই লাগছে! নদীর কলতান! মৃদু বাতাশ আর দুপাশে সাদা কাশবন! মাঝে মাঝে মরুভূমির মত বিস্তৃর্ন এলাকা! সব মিলিয়ে ভালোই!
ও তাহলে বিশ মিনিটের মধ্যে একটি কবিতা লিখে দিন পারলে! মরেছি এবার কবিতা তা আবার বিশ মিনিটে! শত হলেও টিচার! না পারলে টিচার এর খাতা থেকে নাম কেটে ছিটার এর খাতায় উঠবে! আচ্ছা, ওয়েট করেন বিশ মিনিটেই পেয়ে যাবেন আপনার কবিতা! দ্রুত গতিতে ম্যাসেন্জার থেকে বেড়িয়ে ব্যাগ থেক ছোট একটি ডাইরী বের করে লেখা শুরু করলাম! আচমকা যে লিখতে বলেছে তার নামও চলে আসল কবিতার ছন্দে,
তোমায় নিয়ে নীড় বাধবো
এইচ.এম. রেজাউল ইসলাম
তোমায় নিয়ে নীড় বাধবো পদ্মা নদীর তীরে
জোৎসনা রাতে দেখবো তোমায় মনও প্রাণ ভরে!
চাঁদের আলো পড়বে এসে তোমার চাঁদনী মুখে
চাঁদের চেয়ে সুন্দর তুমি বলতে আমায় হবে!
দ্বীপ্তিময় চাদনী রাতে কাশবনের ভিতর
হাটবো দুজন হাতটি ধরে বলব অনেক কথন!
হঠাৎ করে উঠবে ডেকে খেকশেয়ালের ঝাক
জড়িয়ে তুমি ধরবে আমায় হয়ে যে অবাক!
দুজন মিলে গড়বো আমরা সুখেরই সংসার
তাই দেখিয়া হিংসা করবে জোৎসনা রাতও চাদ!
লিখে ভাবতে লাগলাম- এটি কি কবিতা নাকি অন্য কিছু? সে যাই হোক পাঠিয়ে দিলাম ওর ম্যাসেন্জারে! তা আবার বিশ মিনিটের মধ্যেই! আপনারা বাহবা দিন বা না দিন আমার স্টুডেন্ট কিন্তু সেদিন অনেক বাহবা দিয়েছিলো!
ও তাহলে বিশ মিনিটের মধ্যে একটি কবিতা লিখে দিন পারলে! মরেছি এবার কবিতা তা আবার বিশ মিনিটে! শত হলেও টিচার! না পারলে টিচার এর খাতা থেকে নাম কেটে ছিটার এর খাতায় উঠবে! আচ্ছা, ওয়েট করেন বিশ মিনিটেই পেয়ে যাবেন আপনার কবিতা! দ্রুত গতিতে ম্যাসেন্জার থেকে বেড়িয়ে ব্যাগ থেক ছোট একটি ডাইরী বের করে লেখা শুরু করলাম! আচমকা যে লিখতে বলেছে তার নামও চলে আসল কবিতার ছন্দে,
তোমায় নিয়ে নীড় বাধবো
এইচ.এম. রেজাউল ইসলাম
তোমায় নিয়ে নীড় বাধবো পদ্মা নদীর তীরে
জোৎসনা রাতে দেখবো তোমায় মনও প্রাণ ভরে!
চাঁদের আলো পড়বে এসে তোমার চাঁদনী মুখে
চাঁদের চেয়ে সুন্দর তুমি বলতে আমায় হবে!
দ্বীপ্তিময় চাদনী রাতে কাশবনের ভিতর
হাটবো দুজন হাতটি ধরে বলব অনেক কথন!
হঠাৎ করে উঠবে ডেকে খেকশেয়ালের ঝাক
জড়িয়ে তুমি ধরবে আমায় হয়ে যে অবাক!
দুজন মিলে গড়বো আমরা সুখেরই সংসার
তাই দেখিয়া হিংসা করবে জোৎসনা রাতও চাদ!
লিখে ভাবতে লাগলাম- এটি কি কবিতা নাকি অন্য কিছু? সে যাই হোক পাঠিয়ে দিলাম ওর ম্যাসেন্জারে! তা আবার বিশ মিনিটের মধ্যেই! আপনারা বাহবা দিন বা না দিন আমার স্টুডেন্ট কিন্তু সেদিন অনেক বাহবা দিয়েছিলো!