লেখকের নাম এইচ.এম.রেজাউল করিম! তিনি একজন তালিবে ইলম ( জ্ঞান অন্বষণকারী)! জন্ম 1995 ইং সনে! গ্রাম: মাঝকান্দি কাশিমপুর থানা: রাজৈর জেলা: মাদারীপুর! তার উর্ধ্বতন পূর্বপুরুষ হলেন, পিতা: মো. জয়নাল মাতুব্বর! দাদা: মরহুম মোবারক মাতুব্বর!লেখক 2006 সনে হিফয শেষ করেন! 2015 ইং সনে " জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা" থেকে ধর্মীয় লাইনের সর্বোচ্চ ডিগ্রি দাওরা হাদীস তথা মাস্টার্স কম্পিলিট করেন!এরপর এক বছর ঢাকার বাসাবোস্থ জামিয়া ইসলামিয়া থেকে "উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগে" প্রশিক্ষণ গ্রহণ করেন!
এখন তিনি শিক্ষকতা লেখালেখি ও মানব সেবার কাজে ব্যস্ত রয়েছেন! তার অনুবাদের মধ্য রয়েছে, "তাকরীরে খতমে বুখারী" নামে একটি পুস্তিকা! পান্ডুলিপি আকারে রয়েছে,
"ইমাম আবু হানিফা অভিযোগ ও জবাব"
" তুমি ও পারবে"
"প্রশ্নোত্তরে দুরুসুল বালাগাত" ইত্যাদি! তিনি আরো ব্যাপকভাবে দ্বীন প্রচারের জন্য 2018 সনে এই ব্লগটি ক্রিয়েট করেন! ওয়ায ও বক্তৃতার মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে ইসলাম পৌঁছানোর জন্য রয়েছে hm islami tv (লিঙ্ক: https://youtu.be/MEzUMSzuwAI) নামে লেখকের একটি ইউটুব চ্যানেল!
আল্লাহ তায়ালা লেখকের এ খেদমতের ধারা অব্যাহত রাখুন এবং পাঠককে উপকৃত হওয়ার তাওফিক দান করুণ! আমীন!!
এখন তিনি শিক্ষকতা লেখালেখি ও মানব সেবার কাজে ব্যস্ত রয়েছেন! তার অনুবাদের মধ্য রয়েছে, "তাকরীরে খতমে বুখারী" নামে একটি পুস্তিকা! পান্ডুলিপি আকারে রয়েছে,
"ইমাম আবু হানিফা অভিযোগ ও জবাব"
" তুমি ও পারবে"
"প্রশ্নোত্তরে দুরুসুল বালাগাত" ইত্যাদি! তিনি আরো ব্যাপকভাবে দ্বীন প্রচারের জন্য 2018 সনে এই ব্লগটি ক্রিয়েট করেন! ওয়ায ও বক্তৃতার মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে ইসলাম পৌঁছানোর জন্য রয়েছে hm islami tv (লিঙ্ক: https://youtu.be/MEzUMSzuwAI) নামে লেখকের একটি ইউটুব চ্যানেল!
আল্লাহ তায়ালা লেখকের এ খেদমতের ধারা অব্যাহত রাখুন এবং পাঠককে উপকৃত হওয়ার তাওফিক দান করুণ! আমীন!!