ইলম বা জ্ঞান অর্জন করতে হলে কিছু বিসর্জন দিতে হবে! একটি কথা প্রচলিত আছে- "কিছু পেতে হলে কিছু দিতে হয়"| কথাটি ধ্রুব সত্য | যা অস্বিকার করা যায় না | কারো কাছ থেকে কিছু নিতে হলে কিছু দিতে হয় এটাই স্বাভাবিক | কিছু দিলে কিছু পাওয়ার আশা করা যায় | এ 'দেওয়া নেওয়া' যেমন হতে পারে পার্থিব জগতের আসবাবের ক্ষেত্রে ; তেমনি হতে পারে ইলমে ওহী তথা ঐশী জ্ঞানের ক্ষেত্রে | ঐশী জ্ঞানের ক্ষেত্রে দেওয়ার অর্থ হলো,ইলম অর্জনের পিছনে চেষ্টা মেহনত আর সাধনায় নিজেকে লিপ্ত রাখা |
যে যত চেষ্টা করবে সে ততো চেষ্টার ফল প্রাপ্ত হবে| আর যে যত পড়বে সে ততো শিখতে পারবে | মানুষ যা চেষ্টা করে তাই পায় | চেষ্টা না করে কিছু পাওয়ার আশা করা বোকামী ছাড়া আর কিছুই নয় | বিষয়টি আল্লাহ তায়ালা কুরআনে এভাবে ব্যক্ত করেছেন-
و ان ليس للانسان الا ما سعي
মানুষ তাই পায় যা সে চেষ্টা করে| ( নাজম29)
তবে এ চেষ্টা ও সাধনার ফসল তখনই পরিপূর্ণ ঘরে তুলা যাবে যখন জীবনটা হবে গুনাহমুক্ত জীবন|
ইউটুবে আমি
একটি গল্প বলি শোন!! ইমাম শাফেয়ী রহ.(206) | সুপরিচিত প্রশিদ্ধ একজন ইমাম | হানাফি মাযহাবের পরেই তার প্রতিষ্ঠিত মাযহাবের অনুসারীর সংখ্যা বেশী | যিনি সাত বছর বয়সে কুরআনুল কারীম হিফয করেন | এবং দশ বছর বয়সে মুয়াত্তা মুখস্ত করেন | ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. তাঁর সম্পর্কে বলেন - আমি আমার পিতাকে বললাম-اي رجل كان الشافعي؟ فاني اسمعك تكثر من الدعاء له
অর্থাৎ শাফেয়ী কে? যার জন্য আপনি বেশী বেশী দোয়া করেন|
তখন আমার পিতা আমাকে বলেন,
يا بني كان الشافعي كا لشمس للدنيا؛ و كا العافية للناس
হে বৎস শোন! শাফেয়ী রহ. দুনিয়াবাসীর জন্য ছিলেন সূর্য তুল্য; আর মানুষের নিকট ছিল অতিথির ন্যায় | (222منازل الايمة الاربعة)
তুমি তো চাও জীবনে অনেক বড় হতে | কিন্তু কীভাবে বড় হবে তা খুঁজে পাচ্ছো না | খুঁজে পাচ্ছো না কীভাবে আমাদের আকাবীর আসলাফ সফলকাম হয়েছিলেন | তাহলে শোনো তাদের কাহিনী | তারা সময়ের খুব গুরুত্ব দিতেন | তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. এর নাম নিশ্চয়ই শুনেছো | রাসূল স. এর সাথে তার অধিক সোহবতের কারণে তাকে صاحب النعلين ও صاحب الوسادة বলা হতো |
তিনি বলেন-
ما ندمت علي شيء ندمي علي يوم غربت شمسه نقص فيه اجلي و لم يزد فيه عملي
অর্থাৎ আমি এমন দিনের উপর অনুশোচনা করি যেই দিনের সূর্য ডুবে গেছে,আমার জীবন থেকে একটি দিন কমে গেছে অথচ তাতে আমার আমল বৃদ্ধি পায়নি | যারা علوم الحديث বিষয়ক কিতাব পড়েছেন তারা ইমাম যাহাবি রহ. নাম অসংখ বার শুনেছেন | তিনি স্বীর কিতাব তাযকিরাতুল হুফফায এর মধ্যে খতীব বাগদাদী রহ. এর তরজমায় উল্লেখ করেছেন-
و كان الخطيب يمشي وفي يده جزءيطالعه
অর্থাৎ খতীব বাগদাদী রহ. যখন চলতেন তার হাতে একটি জুয থাকতো যা তিনি মুতালায়া করতেন |
( قيمة الزمن عند العلماء)
ইমাম শাফেয়ি রহ. বলেন- صحبت الصوفية فلم استفد منهم سوي حرفين احدهما قولهم: الوقت سيف ان لم تقطعه قطعك
অর্থাৎ সময় হলো তরবারীর মত তুমি যদি তা দ্বারা না কাটো তাহলে তা তোমাকেই কেটে ফেলবে |
আবদুবনু ইয়ায়িশ | নামটা অপরিচিত মনে হতে পারে |
তিনি বলেন- اقمت ثلاثين سنة ما اكلت بيدي بالليل كانت اختي تلقمني و انا اكتب الحديث
অর্থাৎ আমি ত্রিশ বছর নিজ হাতে রাতের খাবার খাইনি | আমার বোন আমার মুখে খাবারের লুকমা তুলে দিতেন আর আমি হাদিস লিখতাম | (প্রাগুক্ত)
আমাদের ইমাম মুহাম্মাদ রহ. রাতে খুব কম ঘুমাতেন|
তিনি বলেন-كيف انام و قد نامت عيون المسلمين توكلا علي الله فاذا نمت ففيه تضيع الدين
অর্থাৎ আমি কীভাবে ঘুমাবো? সব মুসলমান তো আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে আছে | আমি যদি ঘুমাই তাহলে দ্বীনের অনেক ক্ষতি হয়ে যাবে | ইবনে হাযেম যাহেরী | যিনি অনেক বড় একজন ইমাম | সবসময় কিতাব মুতালায় ব্যস্ত থাকতেন |
তার স্ত্রী বলতেন- والله هذه الكتب اشد علي من ثلاث ضراءير
অর্থাৎ আল্লাহর কসম এই কিতাব আমার নিকট তিনজন স্ত্রী থেকেও কঠিন মনে হয় | আমরা অনেকেই জানি ইসমে আযম পড়ে দোয়া করে দোয়া কবুল হয় | আমার মোহতারাম উস্তায হাবীবুর রহমান সাহেব বলতেন-الهمة هي الاسم الاعظم মনে রাখবে তোমার সর্বস্ব ত্যাগ না করলে ইলম তোমাকে কিছুই দিবে না | ইমাম আবু ইউসুফ রহ. বলেন- العلم بخيل لا يعطيك بعضه حتي تعطيه كلك
অর্থাৎ ইলম হলো কৃপণ | যতক্ষণ তুমি তোমার সর্বস্ব তাকে না দিবে ততক্ষণ সে তোমাকে তার একটা অংশও দিবে না !