"বন্ধুত্ব"ইসলামী টিউন!!!
“বন্ধুত্ব” হতে পারে খুব ছোট্ট একটা শব্দ। কিন্তু তার গভীরতা এবং তার ভেতর লুকিয়ে থাকা ভালোবাসা, স্নেহ, মমতা, বিশ্বাস এবং সম্পর্কের দৃঢ়তা থাকে অনেক বেশী। অন্য যে কোন সম্পর্ক থেকে ’বন্ধুত্বে’র সম্পর্ক সম্পূর্ন আলাদা।
যে কোন পরিস্থিতিতে, যে কোন সময় আমাদের সকলের যেন বন্ধুকেই সবার আগে প্রয়োজন হয়। অনেক বেশী আনন্দময় মুহূর্ত থেকে শুরু করে অনেক বেশী বিষাদময় সময়েও, বন্ধুকে পাশে পাওয়া চাই-ই চাই।
বন্ধুদের সাথে কাটানো সময়গুলার সাথে অন্য কোন সময়ের তুলনা দেওয়া চলে না। কারোর কোন ভালো খবরে একসাথে আনন্দ করা চাই। কারোর কোন খারাপ সময়ে একসাথে তার পাশে থাকা চাই। মোট কথা, রক্তের সম্পর্কের বাইরের যে সম্পর্কটাকে কোনকিছু বলে বা কোন সংজ্ঞা দিয়ে বোঝানো যায় না, সেই সম্পর্কটাই বন্ধুত্ব!
পৃথিবীটা খুব জটিল জায়গা। চারিদিকে মিথ্যের চাদর বিছানো। সত্যটাকে খুঁজে নেয়া খুব কষ্টকর।
সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, জয়-পরাজয়, আশা-ভালবাসা নিয়ে মানব জীবন। মানব জীবনকে ধন্য করতে সত্য ও সুন্দরের পক্ষে অবস্হান করাই শ্রেয়। আমার অবস্হানও তাই।
কিন্তু এই দুঃখ ভারাক্রান্ত পৃথিবীতে সত্যিকার বন্ধু খুঁজে পাওয়া খুবই দুস্কর। উপলব্ধি করার মত মন আর অনুভব করার মত উদার হ্নদয় ক'জনের আছে।
বন্ধুত্ব কথাটা খুব ছোট হলেও গভীরতা আকাশ সমান বিশাল। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমরা একা নই। চলার পথে বন্ধুর রাস্তাগুলো বন্ধু ছাড়া চলা প্রায় অসম্ভব।
আর বন্ধুহীনা জীবনটা কেমন তা সেই বুঝতে পারে।
মানবজীবনটা খুবই ক্ষণস্থায়ী। একটি সুন্দর, স্নিগ্ধ, নির্মল সম্পর্ক গড়ে তোলা খুবই কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ আর এটা ভেঙ্গে ফেলা ক্ষণিকেই যথেষ্ট।
কথায় আছে না বিপদে বন্ধুর পরিচয়। সবার জীবনে ভাল বন্ধু মেলে না, তৈরী করে নিতে হয়। তাই শুধু বন্ধু হলেই হবে না, তাকে প্রকৃত বন্ধু হতে হবে।
প্রকৃত বন্ধুত্ব কখনো হারায় না, বেঁচে থাকে হৃদয়ে!
ভাল থাকবেন সকলে।
ধন্যবাদ।