ইমাম আলী ইবনুল মাদিনী


ইমাম আলী ইবনুল মাদিনী। হাদীস ও রিজাল শাস্ত্রের স্তম্ভপুরুষ আবদুর রহমান ইবনে মাহদী তার শিক্ষক। তিনি আলী ইবনুল মাদিনীকে বলতেন-

اعلم  الناس بحديث رسول الله صلي الله عليه وسلم

অর্থাৎ নবীজীর হাদীসের সবচেয়ে বড় আলেম।
(ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা, ৯:৪৫)

ইমাম নাসাঈ রহ. বলেছেন,
كأن الله خلق علي بن المديني لهذا الشأن
অর্থাৎ ( আলী ইবনুল মাদিনীর হাদীসমগ্নতা দেখে মনে হয়) আল্লাহ তায়ালা তাকে সৃষ্টিই করেছেন হাদীসের জন্য।
(ড.খালেদ মাহমুদ, আসারুল হাদীস,২:৩০০;  ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা, ১১:৪৬)




প্রখ্যাত মুহাদ্দিস আবু উবায়েদ কাসিম ইবনে সাল্লাম রহ. বলেছেন,

انتهى العلم إلى أربعة : أبو  بكر بن أبي شيبة أسردهم له ، وأحمد بن حنبل أفقههم فيه ، وعلي بن المديني أعلمهم به ، ويحيى بن معين أكتبهم له

অর্থাৎ হাদীসের ইলম চার ব্যক্তির মধ্যে এসে পূর্ণতা পেয়েছে। আবু বকর ইবনে আবু শায়বা প্রকাশের নান্দনিকতায়; আহমাদ ইবনে হাম্বল উপলব্ধির গভীরতায়; ইয়াহইয়া ইবনে মাঈন সামগ্রিকতায় আর আলী ইবনুল মাদিনী তথ্যের বিপুলতায়- একে অপরকে ছাড়িয়ে। (ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা, ১১:৪৮)

ইমাম বুখারী নিজ সম্পর্কে বলেন,

ما استصغرت نفسي عند أحد إلا عند علي بن المديني

অর্থাৎ আমি আলী ইবনুল মাদিনীর সামনে নিজেকে যত তুচ্ছ মনে করতাম তা অন্য কারো নিকট করতাম না। (ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা, ১১:৪৬)

আলী ইবনুল মাদিনীর উস্তাদ ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান রহ. বলেন,
كنا نستفيد منه أكثر مما يستفيد منا
অর্থাৎ আলী ইবনুল মাদিনী আমাদের ইলম থেকে যতটুকু উপকৃত হয়। আমরা তার ইলম থেকে তার চেয়ে বেশী উপকৃত হই।
(ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা, ১১:৪৫)

সুফিয়ান ইবনে উয়াইনা রহ. বলেন,
يلومونني على حب علي، والله كنت أتعلم منه أكثر مما يتعلم مني
অর্থাৎ আলী ইবনুল মাদিনী কে মহব্বত করি বলে মানুষ আমাকে তিরস্কার করে। আল্লাহর কসম! সে আমার নিকট থেকে যা শেখে আমি তার নিকট থেকে তার চেয়ে বেশি শিখি।(ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা, ১১:৪৫)

সত্য প্রকাশ

My name: Mufti Rezaul Karim. I am teaching in a communal madrasah, I try to write something about Deen Islam when I have time because I have a fair amount of knowledge about online. So that people can acquire Islamic knowledge online. You can also write on this blog if you want.

Please Select Embedded Mode For Blogger Comments

أحدث أقدم