মাদারীপুর
প্রশ্ন
بسم الله الردمن الرحيم
মাননীয় মুফতি সাহেব, আমাদের মসজিদের খতীব সাহেব জুময়ার খুতবা পাঠ করার সময় ডানে বামে চেহারা ঘুরিয়ে পাঠ করে। এখন আমার জানার বিষয় হলো, ডানে-বামে ঘাড় ফিরিয়ে খুৎবা পাঠ করার হুকুম কি? জানালে উপকৃত হবো। উত্তরঃ
জুমুয়ার খুৎবা পাঠ করার সময় ডানে বামে চেহারা ঘুরানো জায়েয আছে তবে ছিনা বা বক্ষ ঘুরানো জায়েয নেই।
والله اعلم بالصواب
শরয়ী দলীলঃ
1. ফতোয়ায় রহিমিয়া, 6/140