সত্য প্রকাশ:সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৪ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷
আজ বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আরও জানান, আশঙ্কাজনক অবস্থায় থাকা ৩৯ বছর বয়সী ওই প্রবাসীর শরীরে ওষুধ কাজ করছে না।
তবে, করোনাভাইরাসে আক্রান্ত সবার সুচিকিৎসা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কেউ মারা গেলে মরদেহ ফিরিয়ে আনার প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে সেকেন্ড ব্রেইনস্টর্মিং সেশন অন কম্প্রিহেনসিভ রিফর্ম অব দ্য ওআইসি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনে এখনও যারা আছেন, তাদের যাবতীয় সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। চীন মনে করছে, তাদের আরও কোয়ারেন্টাইনে থাকা দরকার, তাই বাংলাদেশও অপেক্ষা করছে।
এর আগে, অনুষ্ঠানে ওআইসির সংস্কার নিয়ে আলোচনার উদ্যোগ সব সমস্যার সমাধানে যথেষ্ট না, তবে পথচলায় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এ কে আব্দুল মোমেন।