![]() |
মুফতি রেজাউল করিম: |
মিডিয়া অর্থ হলো, মাধ্যম ৷ নবীগণ আল্লাহ তায়ালার মিডিয়া ৷ আল্লাহ তায়ালা তাদের মাধ্যমে স্বীয় বার্তা, বাণী আমাদের পর্যন্ত প্রেরণ করেছেন ৷ আর আলেমগণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওয়ারিস ৷ তারপরে কোনো নবী আসবেন না ৷ তাই বর্তমান যামানায় আলেমগণই আল্লাহর তায়ালার মিডিয়া ৷
কল্যাণ ও ভালো কাজের প্রচার প্রসার ও অকল্যাণের প্রতিরোধই মিডিয়ার দায়িত্ব। যে মিডিয়া এ ভূমিকা ও দায়িত্ব পালন করে ইসলাম তাকে পূর্ণ সাহায্য সমর্থন করে। বরং উৎসাহ যোগায়। মিডিয়ায় এখন অকল্যাণপন্থীদের আধিপত্য । কল্যাণপন্থীরা মিডিয়ামহল তাদের ওপর ছেড়ে দিয়ে রাখতে পারেন না।
মিডিয়া বা গণমাধ্যমকে বলা হয়ে থাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা খুঁটি ৷ শুধু কি তাই ? বলা হয়, বিশ্ব নিয়ন্ত্রণ করে তিনটি বিষয় ৷
মিডিয়া প্রধানত দুই প্রকার- এক. প্রিন্ট মিডিয়া, দুই. ইলেক্ট্রনিক্স মিডিয়া ৷
Tags:
নির্বাচিত প্রবন্ধ