ফেসবুকে হযরত মুহম্মদ (স:)-কে নিয়ে কটূক্তির অভিযোগে পিন্টু কুমার মজুমদার নামে এক হিন্দু শিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমিড়াদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে নিজের ফেসবুক আইডিতে হযরত মুহম্মদ (স:), ইসলাম ধর্ম এবং মুসলিম সম্প্রদায় নিয়ে ধর্মীয় উস্কানি মুলক মন্তব্য করেন উপজেলার রঘুনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিন্টু কুমার।
বিষয়টি জানা জানি হলে ওই দিন রাতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে। এ সময় সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়।
এ ব্যপারে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুমিড়াদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে নিজের ফেসবুক আইডিতে হযরত মুহম্মদ (স:), ইসলাম ধর্ম এবং মুসলিম সম্প্রদায় নিয়ে ধর্মীয় উস্কানি মুলক মন্তব্য করেন উপজেলার রঘুনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিন্টু কুমার।
বিষয়টি জানা জানি হলে ওই দিন রাতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে। এ সময় সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়।
এ ব্যপারে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।