২. প্রতিদিন সকাল ৯টা হতে মাঠে সকল হালকায় তালীম ও যিকিরের মজলিসে মাহফিলে আগত নতুন ও পুরাতন সাথীদেরকে নিয়ে অবশ্যই বসবেন।
৩. মাহফিলের মাঠে কোন লাকড়ির চুলা ব্যবহার করা যাবে না। কোন গর্ত করা যাবে না। বয়ান চলাকালীন কোন প্রকারের রান্নাবান্না ও হাটাচলা করা যাবে না। বিশেষ করে সকাল-সন্ধ্যার বয়ানের সময়ে। মাঠের কোন লাইট-মাইকে হাত দেয়া যাবে না। সমস্যা হলে সেচ্ছাসেবকদের জানাতে হবে।
৪. মাহফিল চলাকালীন সময়ে অসুস্থ রোগীদের সু-চিকিৎসার জন্য মাহফিলের অস্থায়ী হাসপাতাল ও অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থা রয়েছে। আপনার/আপনাদের কাফেলার কেউ অসুস্থ হয়ে পড়লে আপনার পার্শ্ববর্তী স্বেচ্ছাসেবক ক্যম্পে যোগাযোগ করবেন। স্বেচ্ছাসেবকগণ অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌছানোর ব্যবস্থা করবেন। মাহফিল হাসপাতালের সামনে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থাকবে সেখান থেকে আপনার প্রোয়জনীয় ওষুধ খরিদ করার জন্য পরামর্শ দেয়া গেল।
৫. জিলার কোন ব্যক্তি/ব্যক্তিরা মাহফিল ময়দানে এসে অতিরিক্ত জায়গা দখল করে না রাখে, সে ব্যাপারে প্রত্যেক জিলা কমিটি অবশ্যই খেয়াল রাখবেন।
৬. বিভাগের আওতাধীন কোন্ জেলা হতে কতটি গাড়ি/লঞ্চ/ট্রলার রিজার্ভ করে এসেছে তার পরিসংখ্যান বিভাগীয় কমিটির কাছে থাকতে হবে।
পরিশেষে, শৃঙ্খলার স্বার্থে চরমোনাই’র মাহফিলে কেন্দ্র কর্তৃক মনোনীত স্বেচ্ছাসেবক ছাড়া বিভাগীয় মুজাহিদ কমিটি, জেলা মুজাহিদ কমিটি এবং দীন কায়েম সংগঠন ও সহযোগী সংগঠনের কেউই নিজস্ব কটি ব্যবহার করতে পারবেন না।
[ প্রচারের স্বার্থেে সংবাদটি শেয়ার করুন ]