ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়ন পরিষদে আজ শনিবার সকাল ১১টায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷
উক্ত সভায় মহেশপুর পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান বলেন, সমাজের মানুষ ইমামদের কথার অনেক মুল্যায়ন করেন৷ সুতরাং আপনারা যারা ইমাম আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ মসজিদে করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করবেন৷ এবং মুসল্লিদেরকে নিয়ে নামাযের পরে দোয়া করবেন৷
ইমামদের পক্ষ থেকে জলিলপুর সুফফাহ মাদরাসার মুদাদ্দিস ও বেড়ের মাঠ বড় মসজিদের খতিব মুফতি রেজাউল করিম বলেন, প্রিয় ভাইয়েরা! মহামারি ও বালা-মুছিবত গােনাহেরই ফসল ৷ করােনা ভাইরাস আমাদের গােনাহ ও অন্যায়ের ফসল। বান্দা যখন বেপরােয়াভাবে গুনাহ করে আল্লাহ তাআলা তাকে সতর্ক করতে বিভিন্ন পরীক্ষায় ফেলেন। যেন সে গুনাহ থেকে নিবৃত্ত হয়।
আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের কৃতকর্মের ফলে স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে: যার ফলে তাদের কৃতকর্মের কোনাে কোনাে কর্মের শান্তি তাদেরকে তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। (সূরা রুম : ৪১)।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনাে সম্প্রদায়ের মাঝে অশ্লীলতার প্রসার ঘটে তখন তাদের মাঝে মহামারি এবং এমন দুর্ভিক্ষ দেখা দেয় যার নমুনা তারা পূর্বপুরম্নদের মাঝে দেখেনি। (ইবনে মাজাহ: ৪০১৯)।
তিনি করোনা থেকে বাঁচতে তিনটি পরামর্শ দেন,
১৷ আল্লাহর স্মরণ ও যিকির বাড়িয়ে দেয়া। বেশি বেশি তওবা ইস্তেগফার করা।
২৷ হাদিসে বর্ণিত দু’আর আমল করা।
যেমন,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সায়্যিইল আসাকামি। (আবু দাউদঃ ১৫৫৪)।
৩৷ সকাল-সন্ধায় তিনবার এই দুআটি পড়বে,
لله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم
উচ্চারণ: “বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মাআ ইমিহী শাইউন ফিল আরদি ওয়ালা ফিস্ সামা-ই ওয়া হুওয়া সামিউল আলীম ৷
তাহলে সে আকস্মিক বিপদ-আপদ মহামারি থেকে রক্ষা পাবে। (তিরমিযীঃ ৩৩৮৮)।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুন৷ আমীন৷
সভায় ২নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, নিজেদের সেফটির জন্য যারা এক সপ্তাহর মধ্যে বিদেশ থেকে এসেছে বা আসবে আমরা তাদের নামগুলো ইউনিয়ন অফিসে জমা দেব৷
সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ৷
উক্ত সভায় মহেশপুর পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান বলেন, সমাজের মানুষ ইমামদের কথার অনেক মুল্যায়ন করেন৷ সুতরাং আপনারা যারা ইমাম আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ মসজিদে করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করবেন৷ এবং মুসল্লিদেরকে নিয়ে নামাযের পরে দোয়া করবেন৷
ইমামদের পক্ষ থেকে জলিলপুর সুফফাহ মাদরাসার মুদাদ্দিস ও বেড়ের মাঠ বড় মসজিদের খতিব মুফতি রেজাউল করিম বলেন, প্রিয় ভাইয়েরা! মহামারি ও বালা-মুছিবত গােনাহেরই ফসল ৷ করােনা ভাইরাস আমাদের গােনাহ ও অন্যায়ের ফসল। বান্দা যখন বেপরােয়াভাবে গুনাহ করে আল্লাহ তাআলা তাকে সতর্ক করতে বিভিন্ন পরীক্ষায় ফেলেন। যেন সে গুনাহ থেকে নিবৃত্ত হয়।
আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের কৃতকর্মের ফলে স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে: যার ফলে তাদের কৃতকর্মের কোনাে কোনাে কর্মের শান্তি তাদেরকে তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। (সূরা রুম : ৪১)।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনাে সম্প্রদায়ের মাঝে অশ্লীলতার প্রসার ঘটে তখন তাদের মাঝে মহামারি এবং এমন দুর্ভিক্ষ দেখা দেয় যার নমুনা তারা পূর্বপুরম্নদের মাঝে দেখেনি। (ইবনে মাজাহ: ৪০১৯)।
তিনি করোনা থেকে বাঁচতে তিনটি পরামর্শ দেন,
১৷ আল্লাহর স্মরণ ও যিকির বাড়িয়ে দেয়া। বেশি বেশি তওবা ইস্তেগফার করা।
২৷ হাদিসে বর্ণিত দু’আর আমল করা।
যেমন,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সায়্যিইল আসাকামি। (আবু দাউদঃ ১৫৫৪)।
৩৷ সকাল-সন্ধায় তিনবার এই দুআটি পড়বে,
لله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم
উচ্চারণ: “বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মাআ ইমিহী শাইউন ফিল আরদি ওয়ালা ফিস্ সামা-ই ওয়া হুওয়া সামিউল আলীম ৷
তাহলে সে আকস্মিক বিপদ-আপদ মহামারি থেকে রক্ষা পাবে। (তিরমিযীঃ ৩৩৮৮)।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুন৷ আমীন৷
সভায় ২নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, নিজেদের সেফটির জন্য যারা এক সপ্তাহর মধ্যে বিদেশ থেকে এসেছে বা আসবে আমরা তাদের নামগুলো ইউনিয়ন অফিসে জমা দেব৷
সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ৷