ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক জরুরী সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়ন পরিষদে আজ শনিবার সকাল ১১টায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷
 উক্ত সভায় মহেশপুর পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান বলেন, সমাজের মানুষ ইমামদের কথার অনেক মুল্যায়ন করেন৷ সুতরাং আপনারা যারা ইমাম আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ মসজিদে করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করবেন৷ এবং মুসল্লিদেরকে নিয়ে নামাযের পরে দোয়া করবেন৷

ইমামদের পক্ষ থেকে জলিলপুর সুফফাহ মাদরাসার মুদাদ্দিস ও বেড়ের মাঠ বড় মসজিদের খতিব মুফতি রেজাউল করিম বলেন, প্রিয় ভাইয়েরা! মহামারি ও বালা-মুছিবত গােনাহেরই ফসল ৷ করােনা ভাইরাস আমাদের গােনাহ ও অন্যায়ের ফসল। বান্দা যখন বেপরােয়াভাবে গুনাহ করে আল্লাহ তাআলা তাকে সতর্ক করতে বিভিন্ন পরীক্ষায় ফেলেন। যেন সে গুনাহ থেকে নিবৃত্ত হয়।

আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের কৃতকর্মের ফলে স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে: যার ফলে তাদের কৃতকর্মের কোনাে কোনাে কর্মের শান্তি তাদেরকে তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। (সূরা রুম : ৪১)।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনাে সম্প্রদায়ের মাঝে অশ্লীলতার প্রসার ঘটে তখন তাদের মাঝে মহামারি এবং এমন দুর্ভিক্ষ দেখা দেয় যার নমুনা তারা পূর্বপুরম্নদের মাঝে দেখেনি। (ইবনে মাজাহ: ৪০১৯)।

তিনি করোনা থেকে বাঁচতে তিনটি পরামর্শ দেন,
১৷ আল্লাহর স্মরণ ও যিকির বাড়িয়ে দেয়া। বেশি বেশি তওবা ইস্তেগফার করা।

২৷ হাদিসে বর্ণিত দু’আর আমল করা।
যেমন,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি  ওয়াল জুনুনি ওয়াল জুযামি  ওয়া মিন সায়্যিইল আসাকামি। (আবু দাউদঃ ১৫৫৪)।

৩৷ সকাল-সন্ধায় তিনবার এই দুআটি পড়বে,
لله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم

উচ্চারণ: “বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু  মাআ ইমিহী শাইউন ফিল আরদি ওয়ালা ফিস্ সামা-ই ওয়া হুওয়া সামিউল আলীম ৷
তাহলে সে আকস্মিক বিপদ-আপদ মহামারি থেকে রক্ষা পাবে। (তিরমিযীঃ ৩৩৮৮)।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুন৷ আমীন৷

সভায় ২নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, নিজেদের সেফটির জন্য যারা এক সপ্তাহর মধ্যে বিদেশ থেকে এসেছে বা আসবে আমরা তাদের নামগুলো ইউনিয়ন অফিসে জমা দেব৷
সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ৷
সত্য প্রকাশ

My name: Mufti Rezaul Karim. I am teaching in a communal madrasah, I try to write something about Deen Islam when I have time because I have a fair amount of knowledge about online. So that people can acquire Islamic knowledge online. You can also write on this blog if you want.

Please Select Embedded Mode For Blogger Comments

أحدث أقدم