ইসলাম শান্তির ধর্ম। কল্যাণের ধর্ম। মুক্তির ধর্ম। মানবজীবনের সব সমস্যার সমাধান আছে বলেই এই জীবনব্যবস্থা সকল যুগের সকল মানুষের উপযোগী।
ব্যাপক হারে মানুষ আল্লাহ তাআলার অবাধ্য হলে আল্লাহ পাক পৃথিবীতে গজব নাজিল করেন; যাতে মানুষ তাদের ভুল বুঝতে পেরে তাওবার মাধ্যমে আবার ফিরে আসতে পারে। এই গজব বা মহামারি আসলে তখন করণীয় কী? ইসলামে এ সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। যে কোন মহামারি থেকে বাঁচতে প্রথম ও প্রধান করণীয় হচ্ছে-
(1) নিজেদের কৃতকর্ম থেকে তাওবা করা ৷
(2) বেশি বেশি ইস্তেগফার করা।
(3) সর্বদা পবিত্র ও পরিচ্ছন্ন থাকা।
(4) সব ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকা।
(5) যেখানে এ ধরনের রোগের প্রকোপ দেখা দেবে, সেখানে যাতায়াত থেকে বিরত থাকা।
(6) সকাল সন্ধায় তিনবার করে এ দোয়া পাঠ করা, বিসমিল্লা-হিল্লাজী লা ইয়াদ্বুররু মাআসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুয়াস সামী‘উল আলীম"
(7) নবিজি (সা.) মহামারি থেকে বাঁচতে বেশি বেশি এই দোয়া পড়তে বলেছেন, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি,ওয়া সাইয়ি ইল আসক্কাম’।
সুতরাং এ দোয়াটি বেশি বেশি পাঠ করা৷
(8) বেশি বেশি সদকা৷
(9) সুন্নাত তরিকায় ঘনঘন ওজু৷
(10) আপনার পরিবারের কেউ আক্রান্ত হলে চীনাদের মতো মৃত্যুর ভয়ে আক্রান্ত শিশু, যুবক, বৃদ্ধের সেবা শুশ্রুষা ও স্পর্শ করা থেকে বিরত থাকবেন না৷
আল্লাহ তায়ালা সকলকে আমল করার তাওফিক দান করুন৷
ব্যাপক হারে মানুষ আল্লাহ তাআলার অবাধ্য হলে আল্লাহ পাক পৃথিবীতে গজব নাজিল করেন; যাতে মানুষ তাদের ভুল বুঝতে পেরে তাওবার মাধ্যমে আবার ফিরে আসতে পারে। এই গজব বা মহামারি আসলে তখন করণীয় কী? ইসলামে এ সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। যে কোন মহামারি থেকে বাঁচতে প্রথম ও প্রধান করণীয় হচ্ছে-
(1) নিজেদের কৃতকর্ম থেকে তাওবা করা ৷
(2) বেশি বেশি ইস্তেগফার করা।
(3) সর্বদা পবিত্র ও পরিচ্ছন্ন থাকা।
(4) সব ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকা।
(5) যেখানে এ ধরনের রোগের প্রকোপ দেখা দেবে, সেখানে যাতায়াত থেকে বিরত থাকা।
(6) সকাল সন্ধায় তিনবার করে এ দোয়া পাঠ করা, বিসমিল্লা-হিল্লাজী লা ইয়াদ্বুররু মাআসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুয়াস সামী‘উল আলীম"
(7) নবিজি (সা.) মহামারি থেকে বাঁচতে বেশি বেশি এই দোয়া পড়তে বলেছেন, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি,ওয়া সাইয়ি ইল আসক্কাম’।
সুতরাং এ দোয়াটি বেশি বেশি পাঠ করা৷
(8) বেশি বেশি সদকা৷
(9) সুন্নাত তরিকায় ঘনঘন ওজু৷
(10) আপনার পরিবারের কেউ আক্রান্ত হলে চীনাদের মতো মৃত্যুর ভয়ে আক্রান্ত শিশু, যুবক, বৃদ্ধের সেবা শুশ্রুষা ও স্পর্শ করা থেকে বিরত থাকবেন না৷
আল্লাহ তায়ালা সকলকে আমল করার তাওফিক দান করুন৷