দীর্ঘ চারমাসের অধিক সময় ধরে বন্ধ থাকার পর আসছে ৮ ই আগস্ট খুলে দেওয়া হচ্ছে দেশের সকল কওমী মাদরাসা।
আজ সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
তবে দাওরায়ে হাদিসের পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মাদরাসা খোলার বিশ-পঁচিশ দিনের মধ্যে পরীক্ষা হতে পারে বলে আশা করা যাচ্ছে৷
মাওলানা অসিউর রহমান বলেন, করোনার আগে আমাদের এক ধরনের প্রস্তুতি ছিল। এখন সম্পূর্ণ নতুন করে প্রস্তুতি নিতে হবে। তাই আমাদের কিছু সময় প্রয়োজন। পাশাপাশি ছাত্রদেরও কিছুটা সময় প্রয়েজন।
পরীক্ষার তারিখ নির্ধারণে আগামী ৫ আগস্ট একটি বৈঠক ডাকা হয়েছে বলেও জানা গেছে৷