টেলিগ্রাম থেকে ইনকাম করুন 5 টি উপায়ে

 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজ আমি আলোচনা করব, কিভাবে আপনি টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করতে পারেন। টেলিগ্রাম থেকে ইনকাম করার 5 টি উপায় আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। 

টেলিগ্রাম থেকে ইনকাম করুন 5 টি উপায়ে


1. এফিলিয়েট মার্কেটিং

টেলিগ্রাম থেকে ইনকাম এর প্রথম উপায় হলোএফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং একটি জনপ্রিয় অনলাইন আয়ের উপায়।  অন্য প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিংবা সার্ভিস কমিশনের বিনিময়ে প্রোমোট ও বিক্রির প্রক্রিয়াকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। শুনতে সহজ একটি বিষয় মনে হলেও এই প্রক্রিয়ার কার্যক্রম কিন্তু যথেষ্ট জটিল। সহজ ভাষায় বলতে গেলে, অন্যের পণ্য বা সেবা বিক্রির ব্যবস্থা করে কমিশন আয় করাকেই বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এরকম অনেকেই আছে যারা সরাসরি অফার ও ডিসকাউন্ট এর চ্যানেল বা গ্রুপ বানিয়ে সেখানে Amazon, FlipKart এবং Ebay এর, মতো ই-কমার্স সাইট থেকে এফিলিয়েট প্রোডাক্ট নিয়ে, তাদের চ্যানেলে প্রমোট করে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছে। এছাড়াও আপনি প্রায় সমস্ত ক্যাটাগরির ওপরেই এফিলিয়েট প্রোডাক্ট ইন্টারনেটে পেয়ে যাবেন যা আপনি আপনার চ্যানেলেও প্রমোট করতে পারেন।

2. নিজের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয়

আপনার যদি নিজের কোন প্রোডাক্ট বা সার্ভিস থাকে যা আপনি বিক্রয় করতে চান তাহলে টেলিগ্রাম হলো তার উপযুক্ত জায়গা। রিসেলিং এর ক্ষেত্রে যেখানে পুনর্বিক্রয় করতে হয়, ঠিক সেরকম ভাবেই আপনি নিজের প্রোডাক্ট বা সার্ভিস এখানে বিক্রয় করতে পারেন । শুধু তাই না আপনার যদি বেশ ভালো পরিমান অডিয়েন্স থাকে তাহলে নিজের প্রোডাক্ট বিক্রয়ের মাধ্যমে আপনি সব থেকে বেশি telegram থেকে ইনকাম করতে পারবেন।

3. পেইড পোস্ট বা পেইড প্রমোশন

টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেল থেকে আয় করার এটি সব থেকে জনপ্রিয় উপায় কিন্তু এর জন্য আপনার মোটামোটি ভালো অডিয়েন্স থাকতে হবে। আপনি যদি আপনার চ্যানেল বা গ্রুপে বেশ ভালো সংখ্যার সাবস্ক্রাইবার বা মেম্বার্স তৈরি করতে পারেন তাহলে এটি আপনার ভালো আয়ের উৎস হতে পারে।

যেরকম ফেসবুক ও ইন্সটাগ্রামে অর্থের বিনিময়ে বড় পেজ গুলি ছোট বা নতুন পেজ ও বিসনেস পেজ ও বিভিন্ন পোস্ট প্রমোট করে। ঠিক একই ভাবে আপনি আপনার চ্যানেলে এরকম ভাবে বিভিন্ন চ্যানেলকে ও পোস্টকে পেইড প্রমোশন করে আয় করতে পারেন।

4. ডোনেশন বা অনুদান

আপনার যদি একটি টেলিগ্রাম চ্যানেল থাকে আর সেখানে মোটামোটি ভালো পরিমান অডিয়েন্স থাকে যাদের জন্য আপনি সম্পূর্ণ ফ্রিতে কনটেন্ট পাবলিশ করেন। তাহলে অবশ্যই আপনি একজন কনটেন্ট ক্রিয়েট হিসাবে তাদের কাছ থেকে অনুদান বা ডোনেশনের ইচ্ছা প্রকাশ করতে পারেন।

অবশ্যই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার কাজকে সমাদর ও প্রসংশা জানিয়ে আপনাকে অনুদান প্রদান করবে। কারণ আমরা জানি যে ইউটিউব ও ফেসবুকে ডোনেশন কিরকম জনপ্রিয় বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটদের মধ্যে। আর টেলিগ্রামও তার বেতিক্রম না।

5. লিংক শর্টেনার

লিংক শর্টেনার হল এরকম কিছু ওয়েবসাইট যেখান থেকে আপনি কোন লিংক বা ইউআরএল কে শর্ট বা ছোট করতে পারেন। এবং সেই শর্ট বা ছোট করা লিংকটি যখন কোন জায়গায় যেরকম যদি টেলিগ্রাম চ্যানেল বা গ্রূপের মধ্যে শেয়ার করেন।

আর কেউ যদি সেই লিংকে ক্লিক করে, তাহলে তাকে প্রথমে কিছু বিজ্ঞাপন দেখানো হয় এবং তার পরেই তাকে লিংকের আসল ঠিকানাতে পাঠানো হয়। যারা লিংকে ক্লিক করছে তাদের এই যে অ্যাডগুলি দেখানো হচ্ছে তার পরিবর্তে আপনি কিছু ইনকাম করতে পারবেন।

কারণ, আপনি সেই সমস্ত ট্রাফিক বা ভিসিটর্সদের আপনার চ্যানেল বা গ্রুপ থেকে সেখানে পাঠাচ্ছেন।ঠিক একই ভাবে আপনার টেলিগ্রাম চ্যানেলে যদি ভালো সংখক সাবস্ক্রাইবার থাকে তাহলে এই পদ্ধতি অনুসরণ টেলিগ্রাম থেকে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।

এই হল, টেলিগ্রাম এর মাধ্যমে ইনকাম করার 5 টি উপায় ।আপনি আজ থেকেই আরম্ভ করুন। 

সত্য প্রকাশ

আমার নামঃ মুফতি রেজাউল করিম। আমি একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করছি। পাশাপাশি এ ব্লগের সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায় সময় পেলে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখার চেষ্টা করি। যেন অনলাইনেও মানুষ ইসলামি জ্ঞান অর্জন করতে পারে। আপনিও চাইলে এ ব্লগে লিখতে পারেন। মোবাইলঃ 01782-40 91 69

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন