মুজাহিদ কমিটি: যৌথ দায়িত্বশীল ও তারবীয়াত

                                                                নিজস্ব প্রতিবেদক
                                                              
                                                            05 আগস্ট 2019                                 
মুজাহিদ কমিটির উদ্যোগে মহেশপুর আল করিম সুফফাহ মলজিদে যৌথ দায়িত্বশীল ও তারবীয়াত জলসা অনুষ্ঠিত হয়। উক্ত জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাওলানা আ.আওয়াল সাহেব, খুলনা বিভাগের সদর ও নায়েবে আমীর বাংলাদেশ মুজাহিদ কমিটি।
 তিনি বলেন, মুজাহিদ কমিটি নিজের যিন্দেগি গঠন করার যিন্দেগি! আগে নিজের ব্যক্তি জীবন গঠন এরপর সংগঠন! এখন অনেকেই শুধু পদ চায় ; কিন্ত কাজের লোক নেই! ইসহাক রহ.বলতেন,যারা কাজ করতে পারবা না তারা চরমোনাই আসবা না।
 কাজ কী? কাজ হলো দুইটি। দুটি কাজ করলে শয়তান পাহাড় টলাইতে পারবে কিন্তু তোমাকে টলাইতে পারবে না।
 প্রথম কাজ: সকালে একশত বার سبحان الله একশত বার الحمد لله একশতবার الله اكبر বলা।
দ্বিতীয় কাজ: বুযু্র্গদের কিতাব পড়া।
 বিশেষ করে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী, শামছুল হক ফরীদপুরী রহ. ইসহাক রহ.প্রমুখের লিখিত কিতাব।
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি রফিকুল ইসলাম সেক্রটারী উলামা মাশায়েখ আইম্মা পরিষধ মহেশপুর, মুফতি নাযির আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দলন বাংলাদশের মাওলানা হুমায়ূন আহমাদ, প্রমুখ ।
সত্য প্রকাশ

আমার নামঃ মুফতি রেজাউল করিম। আমি একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করছি। পাশাপাশি এ ব্লগের সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায় সময় পেলে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখার চেষ্টা করি। যেন অনলাইনেও মানুষ ইসলামি জ্ঞান অর্জন করতে পারে। আপনিও চাইলে এ ব্লগে লিখতে পারেন। মোবাইলঃ 01782-40 91 69

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন