অাবরার হত্যা: বিদেশী মিডিয়ায় সংবাদ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(Bangladesh University of Engineering and Technology ) শিক্ষার্থী আবরার নির্মমভাবে হত্যার ঘটনায় দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ-মিছিল করে প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এমন খবর বিদেশি মিডিয়ায় গুরুত্ব পেয়েছে। এ ঘটনা নিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি, বিজনেস স্ট্যান্ডার্ড, ভারতের নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এবং আলজাজিরাসহ অনেক বিদেশি গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
এএফপির রিপোর্টটি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা প্রকাশ করেছে,
‘Bangladesh Student Killing Sparks University Protests’ শিরোনামে।
একই শিরোনামে খবরটি প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা।আলজাজিরা জানায়, আবরার হ’ত্যার প্রতিবাদে ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় বি’ক্ষোভ হয়েছে।
আবরারের এক সহপাঠী আল জাজিরাকে বলে,
‘ফেসবুক পোস্টের কারণে উন্ম’ত্ত হয়ে তাকে মে’রে ফেলা হলো। ছাত্রলীগের গু’ন্ডারা তাকে হ’ত্যা করেছে। আমরা এর বিচার চাই।’
ভারতের নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস শিরোনাম করেছে,
‘Protest erupts in Bangladesh after student beaten to death for ‘criticizing government’
এছাড়াও ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বিতর্কিত’ চুক্তির সমালোচনা করায় হত্যার শি’কার হয়েছে আবরার। এই জন্য ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা।
সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের পানি বণ্টন চুক্তির সমালোচনা করে ফেসবুক পোস্ট দেওয়ার জেরে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা বুয়েট শিক্ষার্থী আবরারকে হত্যা করেছে বলে প্রতিবেদনটিতে উঠে আসে।
এদিকে আবরারের হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার থেকে টানা বিক্ষোভ চলছে বুয়েট ক্যাম্পাসে।
বুয়েট শিক্ষার্থীদের দাবি:
(1) অভিযুক্ত ছাত্রদের ৭২ ঘন্টার মধ্যে আজীবন বহিষ্কার নিশ্চিত করতে হবে।
(2) শেরেবাংলা হলের প্রভোস্টকে ১১ নভেম্বর বিকাল ৫ টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
(3) আবরারের পরিবারের সকল ক্ষতিপূরণ ও মামলার খরচ বুয়েটকে বহন করতে হবে।
(4) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
(5) মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
(6) বিশ্ববিদ্যালয়ের ভিসি কেন ৩০ ঘণ্টা অতিবাহিত হবার পরও ঘটনাস্থলে উপস্থিত হননি তা তাকে সশরীরে ক্যাম্পাসে এসে বিকাল ৫ টার মধ্যে জবাবদিহি করতে হবে।
জাতিসংঘে ইমরান খানের ভাষণ আবরার হত্যা: বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেফতার,
আবরার হত্যার ঘটনায় গতকাল সকালে বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেনকে আটক করা হয়। দুপুরের পর পুলিশ এই হত্যার ঘটনায় আটক করে ছাত্রলীগের নেতা অনীক সরকার, মেফতাহুল ইসলাম, ইফতি মোশারেফ, বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে রবিন, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ ওরফে মুন্না, ছাত্রলীগের সদস্য মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম ওরফে তানভীর ও মোহাজিদুর রহমানকে।
আবরার হত্যা: ভারতীয় তরুণীর যে স্ট্যাটাস ভাইরাল৷
নিজ দেশপ্রেমের কথা বলার পরেও একজন মানুষকে হত্যা করার বিষয়টি বাংলাদেশের মানুষ যেমন বিস্মিত হয়েছে, তেমনি প্রতিবেশী দেশ ভারতের মানুষও বিস্মিত।
ভারতের জয়দেবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তনুশ্রী রায় এ হত্যার প্রতিবাদ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। দুই বাংলায় সেই স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। নিচে স্ট্যাটাসটি হুবহু দেয়া হলো-
যদিও আমি ভারতীয় তারপরও বাংলাদেশের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে।
কারণ আমার পূর্বপুরুষ বাংলাদেশেরই মানুষ ছিলেন ৪৭'র দেশভাগের পর ভারতে চলে আসেন।
বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা আমি সবসময় চাই। শুনলাম ভারত-বাংলাদেশের চুক্তি নিয়ে স্ট্যাটাস দেয়ায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে।
স্ট্যাটাসটা আমি পড়লাম, নিজের দেশের স্বার্থ নিয়ে লিখার জন্য কিভাবে নিজের দেশেরই লোক একটা ছেলেকে এভাবে পিটিয়ে হত্যা করে ফেলে এটা আমার কাছে আশ্চর্য লাগছে।
সামান্য ফেসবুক স্ট্যাটাসের কারণে মানুষ খুন করে ফেলা হচ্ছে বাংলাদেশে। কিভাবে এমন একটা দেশে মানুষ বাস করে!