ঢাকার তেজগাঁও বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া (দাওরা হাদীস) মাদরাসার ছাত্র ও শিক্ষকরা নাটোর থেকে ফেরার পথে সিরাজগঞ্জের নলকা নামক স্থানে শনিবার দিবাগত রাত দুইটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে নিহত হন ৪ জন, গুরুতর আহত হন আরো ৩৮ জন।
মুফতী মুজিবুর রহমান চাটগামী মাদরাসাটির শায়খুল হাদিস।মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল আওয়াল। এ মাদরাসার ছাত্ররা নাটোরে সফর শেষে ঢাকা ফিরছিলেন।
মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মালেক জানান, ঘটনাস্থলে দুই জন ছাত্র প্রাণ হারান। অপরজন স্থানীয় হাসপাতালে নেয়ার পর মারা যায়। আরেকজন মারা যায় ঢাকা পঙ্গু হাসপাতালে আনার পর। মাদরাসার মুহতামিম এ মুহূর্তে সিরাজগঞ্জে অবস্থান করছেন।
ভয়াবহ এই দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই সিরাজগঞ্জের জেলা শীর্ষ উলামায়ে কেরামসহ সাধারণ মানুষগণ হাসপাতালে ছুটে আসেন। তাদের তৎপরতায় আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। গুরুতর আহত অন্যদের ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
আহত মাদরাসা ছাত্রদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল ও ঢাকা পঙ্গু হাসপাতালে। এদের মধ্যে আরো চারজনের অবস্থা আশংকাজনক।