![]() |
মুফতি রেজাউল করিম।। |
রোযা অবস্থায় স্ত্রীর ঠোটে চুমু দেওয়ার ফলে যদি একের লালা অন্যের মুখে চলে যায় এবং মুখে যাবার পর যদি তা গিলে ফেলা হয়, তাহলে রোযা ভেঙ্গে যাবে। পরবর্তীতে কাযা ও কাফফারা উভয়ই আবশ্যক হবে।
অর্থাৎ" সকল ওলামায়ে কেরামের ঐক্যমতে স্বাভাবিক থুথু গিলে ফেললে রোযা ভঙ্গ হয় না ৷ কেননা তা থেকে বিরত থাকা কষ্টকর ৷ আইম্মায়ে কেরাম বলেছেন, তিনটি শর্তসাপেক্ষে থুথু গিলে ফেললে রোযা ভঙ্গ হবে না ৷
Tags:
নির্বাচিত প্রবন্ধ