এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম ও প্রাচীন বটগাছটি আগের মত আর তরুতাজা ও সতেজ নেই। পড়ে গেছে গাছের অনেক ডালপালা। বটগাছের যত্নে প্রহরী থাকলেও রয়েছে তার বিরুদ্ধে অবহেলার অভিযোগ।
এ প্রাচীন বটগাছটির অবস্থান ঝিনাইদেহের কালীগঞ্জ টাউন থেকে নয় কিলোমিটার পূর্ব দিকে কালীগঞ্জ- আড়পাড়া পাকা সড়কের পাশে সুইতলা মল্লিকপুর গ্রামে । জানা যায়, প্রতিদিন অসংখ্য মানুষ তিনশত বছরের এ বটগাছটি দেখতে আসে।এ বটবৃক্ষটি প্রায় এগার একর জমি নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর উচ্চতা আনুমানিক তিনশত ফুট। বটগাছটি বর্তমানে পয়তাল্লিশটি বটগাছের রুপ নিয়েছে।
এলাকার বৃদ্ধদের মুখে জানা যায়, একটি কূপের পাড়ে ছিলো এর মূল অংশ। তখন বসতবাড়ি ছিলো খুবই সামান্য। গাছের নিচে রোদ বৃষ্টি পড়তো না। মাঘ মাসের শীতের রা েতও এ গাছের নিচে থাকথ গরম।