লিড জেনারেশন করে আয় করা যায়?
লিড জেনারেশনের মাধ্যমে বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনি প্রচুর টাকা আর্নিং করতে পারবেন। প্রচুর টাকার পরিমাণ কত তা আপনি ফাইভারে ঢুকে দেখতে পারেন।আমি একটি মেয়ের কথা জানি যে, এক বছরে 30 লক্ষ টাকা ইনকাম করেছে।
লিড জেনারেশনের কাজ কি?
লিড
জেনারেশনের বিভিন্ন কাজ রয়েছ।লিড জেনারেশনের কাজ বলতে আমি বুঝাতে চাইছি একজন বায়ার বা ক্লাইন্ট আপনার কাছে যে লিড বা তথ্যগুলো চাইতে পারে।ধরুন আপনার বায়ার বা ক্লাইন্ট একটি এক্সরে মেশিন বিক্রি করবে। সে ক্ষেত্রে সে আপনার কাছে ইউ এস এর 100 টি হসপিটাল
এর নাম, কন্টাক্ট নাম্বার, ইমেইল অ্যাকাউন্ট, লিঙ্কডিন অ্যাকাউন্ট ইত্যাদি।
কীভাবে এ লিড বা তথ্যগুলো খুঁজে পাবেন?
আপনি থাকেন
বাংলাদেশে আর লিড বা তথ্য খুঁজতে হবে ইউ এস এর । তা
আবার হাসপাতালের। এটা কি আপনার পক্ষে সম্ভব? ভয় পাবেন না। আমি আপনাকে সিস্টেম বলে দিচ্ছি। আপনি ইউ এস এ যাওয়া ছাড়াই
একটি ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে বাংলাদেশে বসে ইউ এস এর 100 হাসপাতালের উপরোক্ত
তথ্য বা লিড বের করতে সক্ষম হবেন। আআপনি বিভিন্ন ওয়েতে বের করতে পারবেন। আমি কয়েকটি ওয়ের কথা
বলবো।
গুগল ম্যাপ এর মাধ্যমে লিড বের করার পদ্ধতি
আপনি প্রথমে গুগল ম্যাপ ওপেন করুন। এর পর বাম পার্শ্বে সার্চ বক্সে কান্ট্রি বা দেশের নাম লিখুন। এর পর দেখবেন ওই দেশ লাল বৃত্তের মধ্যে থাকবে। এর পর মাউসের কারসার লাল বৃত্তের মধ্যে রেখে মাউরে রাইট বাটনে ক্লিক করুন। সেখান থেকে ‘সার্চ নেয়ার বাই’ তে ক্লিক করুন। দেখবেন একটি নিউ সার্চ বক্স ওপেন হবে। সেখানে আপনার কম্পানির নাম লিখুন । দেখবেন ওই রিলেটেড প্রচুর কম্পানির নাম চলে এসেছে।
বাস, এবার সেখান থেকে কম্পানির নাম, ঠিকানা, ইমেইল ও ফোন নাম্বার সংগ্রহ করে গুগল শিটে জমা করুন। আপনি সেখানে ওই কম্পানির ওয়েব সাইটের লিঙ্ক ও পেয়ে যাবেন। সেখান থেকে লিঙ্ক কালেক্ট করুন।
যে কোনো কম্পানির লিঙ্কডিন অ্যাকাউন বের করার পদ্ধতি
লিঙ্কডিন সাইটে গিয়ে সার্চ বক্সে ওই কম্পানির নাম লিখুন। দেখবেন অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন। ওকে, সেখান থেকে লিঙ্ক কপি করে গুগল শিটে জমা করুন।
গুগল সার্চ এর মাধ্যমে লিড সংগ্রহ করবেন যেভাবে
আপনি এ কাজটি গুগল সার্চের মাধ্যমেও করতে পারেন। যে দেশের যে বিষয়ক কম্পানির নাম বায়ার বলবে। যেমন বায়ার বলল, তুমি ইউ এস এর 100 হাসপাতালের লিড এনে দাও। তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন, “Hospital in usa” দেখবেন প্রচুর হাসপাতালের ওয়েব সাইট চলে এসেছে। সেখান থেকে আপনি তথ্য কালেক্ট করতে পারেন।