লিড জেনারেশন কি? লিড জেনারেশন করে আয় করা যায়?




মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন হলোগ্রাহকের আগ্রহ বা ব্যবসায়ের পণ্য বা পরিষেবাগুলির তদন্তের সূচনা আরো ইজি করে বলি, মনে করুন আপনার একটি সিমেন্টের খারখানা আছে আপনি চাচ্ছেন 100 এমন সিমেন্টের দোকানের ফোন নাম্বার, ইমেইল অ্যাকাউন্ট যার মাধ্যমে যোগাযোগ করে আপনি তাদের কাছে সিমেন্ট বিক্রি করতে পারেন তো সকল দোকানদারদের মোবাইল, ইমেইল সংগ্রহ করার প্রসেসকেই লিড জেনারেশন বলেযে ব্যক্তি তথ্য ইনফরমেশনগুলি খুঁজে দেয় তাকে বলে লিড জেনারেটর

লিড জেনারেশন করে আয় করা যায়?

লিড জেনারেশনের মাধ্যমে বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনি প্রচুর টাকা আর্নিং করতে পারবেন প্রচুর টাকার পরিমাণ কত তা আপনি ফাইভারে ঢুকে দেখতে পারেনআমি একটি মেয়ের কথা জানি যে, এক বছরে 30 লক্ষ টাকা ইনকাম করেছে

লিড জেনারেশনের কাজ কি?

লিড জেনারেশনের বিভিন্ন কাজ রয়েছলিড জেনারেশনের কাজ বলতে আমি বুঝাতে চাইছি একজন বায়ার বা ক্লাইন্ট আপনার কাছে যে লিড বা তথ্যগুলো চাইতে পারেধরুন আপনার বায়ার বা ক্লাইন্ট একটি এক্সরে মেশিন বিক্রি করবে সে ক্ষেত্রে সে আপনার কাছে ইউ এস এর 100 টি হসপিটাল এর নাম, কন্টাক্ট নাম্বার, ইমেইল অ্যাকাউন্ট, লিঙ্কডিন অ্যাকাউন্ট ইত্যাদি

কীভাবে লিড বা তথ্যগুলো খুঁজে পাবেন?

আপনি থাকেন বাংলাদেশে আর লিড বা তথ্য খুঁজতে হবে ইউ এস এর তা আবার হাসপাতালের এটা কি আপনার পক্ষে সম্ভব? ভয় পাবেন না আমি আপনাকে সিস্টেম বলে দিচ্ছি আপনি ইউ এস যাওয়া ছাড়াই একটি ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে বাংলাদেশে বসে ইউ এস এর 100 হাসপাতালের উপরোক্ত তথ্য বা লিড বের করতে সক্ষম হবেন আআপনি বিভিন্ন ওয়েতে বের করতে পারবেন। আমি কয়েকটি ওয়ের কথা বলবো।

গুগল ম্যাপ এর মাধ্যমে লিড বের করার পদ্ধতি

আপনি প্রথমে গুগল ম্যাপ ওপেন করুন এর পর বাম পার্শ্বে সার্চ বক্সে কান্ট্রি বা দেশের নাম লিখুন এর পর দেখবেন ওই দেশ লাল বৃত্তের মধ্যে থাকবে এর পর মাউসের কারসার লাল বৃত্তের মধ্যে রেখে মাউরে রাইট বাটনে ক্লিক করুন সেখান থেকেসার্চ নেয়ার বাইতে ক্লিক করুন দেখবেন একটি নিউ সার্চ বক্স ওপেন হবে সেখানে আপনার কম্পানির নাম লিখুন দেখবেন ওই রিলেটেড প্রচুর কম্পানির নাম চলে এসেছে

 

বাস, এবার সেখান থেকে কম্পানির নাম, ঠিকানা, ইমেইল ফোন নাম্বার সংগ্রহ করে গুগল শিটে জমা করুন আপনি সেখানে ওই কম্পানির ওয়েব সাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে লিঙ্ক কালেক্ট করুন

যে কোনো কম্পানির লিঙ্কডিন অ্যাকাউন বের করার পদ্ধতি

লিঙ্কডিন সাইটে গিয়ে সার্চ বক্সে ওই কম্পানির নাম লিখুন দেখবেন  অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন ওকে, সেখান থেকে লিঙ্ক কপি করে গুগল শিটে জমা করুন

গুগল সার্চ এর মাধ্যমে লিড সংগ্রহ করবেন যেভাবে

আপনি কাজটি গুগল সার্চের মাধ্যমেও করতে পারেন যে দেশের যে বিষয়ক কম্পানির নাম বায়ার বলবে যেমন বায়ার বলল, তুমি ইউ এস এর 100 হাসপাতালের লিড এনে দাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন, “Hospital in usa” দেখবেন প্রচুর হাসপাতালের ওয়েব সাইট চলে এসেছে সেখান থেকে আপনি তথ্য কালেক্ট করতে পারেন

সত্য প্রকাশ

আমার নামঃ মুফতি রেজাউল করিম। আমি একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করছি। পাশাপাশি এ ব্লগের সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায় সময় পেলে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখার চেষ্টা করি। যেন অনলাইনেও মানুষ ইসলামি জ্ঞান অর্জন করতে পারে। আপনিও চাইলে এ ব্লগে লিখতে পারেন। মোবাইলঃ 01782-40 91 69

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন