আড়ং বাংলাদেশের একটি হস্ত ও কারুশিল্প ব্যবসায় প্রতিষ্ঠান। ব্র্যাকের পরিচালক ফজলে হাসান আবেদ ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর আড়ং প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের ৮টি শহরে আড়ং-এর মোট ২১টি শাখা রয়েছে।
সমালোচনা
২০১৯ সালের জুন মাসের ৩ তারিখে নির্ধারিত দামের দ্বিগুণ দামে পণ্য বিক্রির অভিযোগের প্রমাণ পেয়ে আড়ংয়ের উত্তরা শাখাকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং শাখাটি একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগেও ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি বনানীর ব্লক-জির দুই নম্বর রোডের হোল্ডিং নং-১১ এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার কমন স্পেস (আবশ্যিক উন্মুক্ত স্থান) শো-রুমের কাজে ব্যবহার করায় পোশাকশিল্প প্রতিষ্ঠান ‘আড়ং’কে দুই লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। জরিমানা করার ২৪ ঘণ্টার মাঝেই সেই ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়।
যাই হোক, আমি আরং এর প্রশংসা এবং তার পরিচয় দিতে কলম ধরিনি৷ বরং আমি কলম ধরেছি প্রতিবাদ স্বরুপ৷ কারন, গত কালকে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে৷ ভিডিওতে দেখা যায়, এক যুবকের সমস্ত যোগ্যতা থাকা সত্যেও শুধু মাত্র মুখে রাসূলের সুন্নত দাড়ি থাকার কারনে তাকে চাকরিতে নেওয়া হয়নি৷ তাকে রিজেক্ট করা হয়েছে৷
আমি একজন মুসলিম হিসেবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলিমের শিআর (নিদর্শন) দাড়ির বিরুদ্ধে আড়ং এর এত বড় স্পর্ধা মেনে নিতে পারি না।
এদের বিরুদ্ধে আমাদের কঠোর প্রতিবাদ ও শক্ত প্রতিরোধ গড়ে তোলা দরকার৷ আমাদের প্রত্যেকের স্ব স্ব স্থান থেকে এর প্রতিবাদ করা দরকার৷
তাই আসুন, আসুন আমরাও নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদের ডাক দেই। ফ্রান্সের মতো এসব বর্ণচোরা নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুশমনদের বিরুদ্ধে সাধ্যমত প্রতিবাদ করাও সবার ঈমানি দায়িত্ব।
আড়ং দুঃখপ্রকাশ করে নিজেদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য, পুরুষদের মুখমন্ডলে দাড়ি রাখা মুসলিমদের এক গুরুত্বপূর্ণ চিন্হ যা তার মুসলমান হওয়ার পরিচয় বহন করে। দাড়ি রাখা যে ওয়াজিব সেই বিষয়েও অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা বলেছেন
‘আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ক্ষমতা নেই, যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়।’
(সূরা আহজাব- আয়াত: ৩৬)
عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى
হজরত আব্দুল্লাহ ইবনে ওমর ( রা.) বর্ণনা করেছেন যে, রাসূল (সা.) ইরশাদ করেন, ‘মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা কর, আর গোঁফ ছোট কর।’ (সহীহ বুখারী শরীফ- ২/৮৭৫, সহীহ মুসলিম: হাদীস নং ৬২৫)