SPC থেকে ইনকাম হালাল না কি হারাম ?

SPC থেকে ইনকাম হালাল না কি হারাম? তা জানার পূর্বে আমরা তাদের বিজনেস পলিসি এবং শরয়ী কিছু মৌলিক নীতিমালা জেনে নেব ৷ 


S P C এর পূর্ণ রূপ হল, “সুপার পাওয়ার  কমিউনিটি”।  এটি মূলত একটি নতুন মোড়কে এম. এল. এম. (MLM)তথা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানী।


তাদের বিজনেস পলিসি হলো, প্রথমে প্লে স্টোর থেকে তাদের এ্যাপটি ডাউনলোড করতে হয়। ডাউনলোড শেষে প্রথমে ১২০০/= (বারশত টাকা) দিয়ে সদস্যপদ গ্রহণ করতে হয়।  বা আইডি খুলতে হয়।


তারপর থেকে আপনি তাদের সাইটে দেয়া চার সেকেন্ডের পাঁচটি বিজ্ঞাপন দেখলেই অর্থাৎ মাত্র ২০ সেকেন্ড সময় ব্যয় করলেই আয় হবে ১০ টাকা। অর্থাৎ মেম্বার হবার সময় দেয়া সেই টাকা উঠে আসবে ৬০ দিনে। এমনি চটকদার কোম্পানী হল, এসপিসি।


এখানে অন্য কাউকে এসপিসির সদস্যপদ লাভের জন্য আবেদন বা রেফার করলে যদি উক্ত ব্যক্তি তা গ্রহণ করে থাকে, তাহলে এর উপরও ৪০০/= (চারশত টাকা) বেনিফিট দেয়া হয়ে থাকে।


তাছাড়াও আপনার যদি একটি রয়েল অ্যাকাউন্ট থাকে অর্থাৎ একটি একাউন্ট এর নিচে ১৩টি একাউন্ট থাকে সেক্ষেত্রে কোম্পানির লাভের ২০% কমিশন প্রতিদিন আপনার ওয়ালেট এ জমা হবে। মূলত এভাবে এখান থেকে ইনকাম করা যায়।


    বিজনেসের ক্ষেত্রে শরয়ী কিছু মূলনীতি


১৷ শুধু ব্যবসা বা বিজনেস নয় ইসলামে কোন ক্ষেত্রেই ধোকা ও প্রতারণার অনুমদন দেয় না ৷ তা সম্পূর্ণ হারাম ও নাজায়েয ৷ 

২৷ কর্ম ছাড়াই পারিশ্রমিক গ্রহণ করা হারাম ।


৩৷ ইসলামী শরীয়তে জুমা সম্পূর্ণ হারাম ৷ কুরআনুল কারীমে একে শয়তানের কাজ বলে উল্লেখ করা হয়েছে ৷ 


এবার আমরা দেখব এস পি সি এর মধ্যে উল্লিখিত হারাম ও নাজায়ে কাজগুলো পাওয়া যায় কি না? যদি পাওয়া যায় তাহলে তার থেকে ইনকাম হারাম হবে ৷


SPC এর মধ্যে ধোকা ও প্রতারণা পাওয়া যায় ৷ তা এভাবে যে, এতে এমন সব লোকেরা বিজ্ঞাপনগুলো দেখে থাকেন, যাদের উক্ত পণ্যটি কেনার কোন ইচ্ছে নেই। বরং ক্রেতার কাছে উক্ত পণ্যটির  চাহিদা দেখানোর জন্য ভিউ বেশি বুঝাতে ক্লিক করে ভিউ বাড়ানো হয়ে থাকে। যা মূল ক্রেতার সাথে এক প্রকার প্রতারণা। যা জায়েজ নেই। 


দ্বিতীয়ত, এতে কর্ম ছাড়াই পারিশ্রমিক গ্রহণ করা হয় ৷ তা এভাবে যে, ডাউন লেভেলের লোকদের রেফারের কারণে যে ইনকাম হয় তাতে প্রথমে যে অ্যাকাউন্ট করেছে তার কোন কর্ম থাকে না৷ অথচ সে পারিশ্রমিক গ্রহণ করে থাকে ৷ 


তৃতীয়ত, এখানে জুয়া থাকে ৷ জুয়া বলা হয়, এক পক্ষ থেকে দেওয়া নিশ্চিত হয় বাট অন্য পক্ষ থেকে পাওয়া অনিশ্চত ৷ এখানে জুয়া থাকে৷ তা এভাবে যে, ১২০০ টাকা দিয়ে সদস্য হওয়ার পর তার ১২ লক্ষ টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা থাকে ৷ আবার একেবারে ইনকাম না ও হতে পারে ৷ এটাই জুয়া বা কিমার ৷ 

পরিশেষে বলা যায়, এস পি সির মধ্যে এ সকল হারাম কাজ বিদ্যমান থাকার কারণে তার থেকে ইনকাম হারাম হবে ৷ সুতরাং সবার উচিৎ তা থেকে বিরত থাকা ও হালাল আয়ের উৎস খুঁজা ৷

সত্য প্রকাশ

My name: Mufti Rezaul Karim. I am teaching in a communal madrasah, I try to write something about Deen Islam when I have time because I have a fair amount of knowledge about online. So that people can acquire Islamic knowledge online. You can also write on this blog if you want.

Please Select Embedded Mode For Blogger Comments

أحدث أقدم