রাতে ঘর ঝাড়ু দেওয়া কি নিষেধ?


بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোনো সময় নির্দিষ্ট নেই। যেকোনো সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা যায়। তাই  রাতে ঘর ঝাড়ু দেওয়া কি নিষেধ নয়। হাদিস শরিফে এসেছে,

الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ

‘পবিত্রতা ঈমানের অঙ্গ।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৫৬]

সুতরাং রাতে ঘর ঝাড়ু দেওয়া যাবে না- এটি একটি ভিত্তিহীন কথা। তাই এ জাতীয় কথা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

উত্তর দিচ্ছেনঃ
মুফতি রেজাউল করিম
মোবাঃ 01782-409169
সত্য প্রকাশ

আমার নামঃ মুফতি রেজাউল করিম। আমি একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করছি। পাশাপাশি এ ব্লগের সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায় সময় পেলে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখার চেষ্টা করি। যেন অনলাইনেও মানুষ ইসলামি জ্ঞান অর্জন করতে পারে। আপনিও চাইলে এ ব্লগে লিখতে পারেন। মোবাইলঃ 01782-40 91 69

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন