পর পর তিন জুমা না পড়লে কি স্ত্রী তালাক হয়ে যায়?


بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফরজ নামাজ ত্যাগ করা অনেক বড় গুনাহের কাজ। মুসলিমদের জন্য নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় যে, এর মাধ্যমেই অমুসলিম এবং মুসলিমের মাঝে পার্থক্য করা হয়।

হাদিস শরিফে এসেছে,

إن بين الرجل وبين الشرك والكفر: تركَ الصلاة

অর্থ: ‘নিশ্চয় ব্যক্তি ও কুফুর শিরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া।’

জুমার নামাজ ত্যাগ করার বিষয়টি তো আরো মারাত্মক ব্যাপার। প্রশ্নে উল্লেখিত পর পর তিন জুমা ছেড়ে দিলে স্ত্রী তালাক হয়ে যাওয়ার ব্যাপারটি হাদিসে আসেনি। তবে এর থেকেও কঠিন কথা হাদিসে বলা হয়েছে।




নবী কারিম (সা.) বলেন,

من ترك الجمعة ثلاث مرات متواليات من غير ضرورة طبع الله على قلبه

অর্থ: ‘যে ব্যক্তি কোনো কারণ ছাড়া পর পর তিন জুমা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন।’ [সুনানে বাইহাকি, হাদিস: ৫৭৮৫]

একজন প্রকৃত মুমিনের জন্য আল্লাহর কতৃক অন্তরে মোহর মেরে দেওয়া স্ত্রী তালাক হয়ে যাওয়া থেকেও অনেক বড় শাস্তি। তাই আমাদের এ ব্যাপারে খুব বেশি যত্নবান হওয়া উচিৎ।

পবিত্র কুরআনেআল্লাহ তাআলা বলেন,

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ

অর্থ: “তোমরা নামাজের প্রতি যত্নবান হও।” [ সূরা আল বাকারা, আয়াত: ২৩৮]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

উত্তর দিচ্ছেনঃ
মুফতি রেজাউল করিম
মোবাঃ 01782-409169
You have to wait 1 minute before download link appears.
লিঙ্ক আসিতেছে...
সত্য প্রকাশ

আমার নামঃ মুফতি রেজাউল করিম। আমি একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করছি। পাশাপাশি এ ব্লগের সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায় সময় পেলে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখার চেষ্টা করি। যেন অনলাইনেও মানুষ ইসলামি জ্ঞান অর্জন করতে পারে। আপনিও চাইলে এ ব্লগে লিখতে পারেন। মোবাইলঃ 01782-40 91 69

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন