কিভাবে আপনি সহজ এফিলিয়েটস থেকে মাসে লাখ টাকা আয় করবেন সেটা জানার আগে এফিলিয়েট মার্কেটিং কি? সে বিষয়ে একটু ধারনা নিলে আপনার বুঝতে সহজ হবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে Affiliate Marketing করা হয় ?
অনেকেই এমাজন এফিলিয়েট এর নাম শুনেছেন। সহজ এফিলিয়েট এমাজন এফিলিয়েটর মতোই একটি প্লাটফর্ম। এখানে আপনি সহজেই নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। মাসে ইনকাম করতে পারবেন লাখ টাকা।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোন একটি অনলাইন কোম্পানির পণ্যের লিংক প্রমোট বা প্রচার করে ওই প্রচারকৃত পণ্যের লাভ এর কিছু অংশ কমিশন পেয়ে যে ইনকাম তাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।
Sohoj Affiliates কি?
আপনার রেফার করা মেম্বারদের মধ্যে যদি কেউ কোন প্রডাক্ট কেনে তাহলে আপনি সাথে সাথেই পাবেন কোম্পানির লাভের ৩৫% । লাইফ টাইম আপনি আপনার রেফার মেম্বারদের থেকে এই কমিশন পেতে থাকেন। সারাজীবনে যখনই তিনি কিছু কিনবেন তখনই আপনি প্রফিটের ৩৫% পেতে থাকবেন।
আরো দারুন বিষয় আছে। আপনার রেফার করা মেম্বাররা যদি অন্যদের রেফার করে সেখান থেকেও আপনি ইনকাম পাবেন। যেমন ধরেন আপনি আপনার বন্ধু রহিম কে ইনভাইট করলেন সে যতদিন এখান থেকে কেনাকাটা করবে ততদিন আপনি ৩৫% পেতে থাকবেন। এখন রহিম করিম কে ইনভাইট করলো।
এখন করিম যতবার এখান থেকে কিছু কিনবে রহিম পাবে প্রফিটের ৩৫% আর আপনি পাবেন প্রফিটের ৮%। এখানে রহিম আপনার Level 1 Referral এবং করিম হচ্ছে আপনার Level 2 Referral. এভাবে আপনি Level 3 থেকে ৪%, Level 4 থেকে ২%, Level 5 থেকে ১% কমিশন পেতে থাকবেন সারাজীবন। আরো আছে আপনার লাইফটাইম পারফরমেন্সের উপর মোবাইল ফোন থেকে শুরু করে ফ্লাট পর্যন্ত এচিভমেন্ট বোনাস। আছে ট্যুর বোনাস।
sohoja affiliate এ আপনি কেন একাউন্ট খুলবেন?
সহজ আফিলিয়েট এ কাজ করার জন্য কোন বিশেষ প্রয়োজন নেই। আপনি নিজেই ঠিক করতে পারবেন আপনার সহায়তার জন্য কি করা উচিত। সহজ এফিলিয়েটি এ প্রতিটি সেল থেকে পাওয়া কমিশন মাত্র 500 টাকা হলে উত্তোলন করতে পারবেন।
প্রথমে উপরের দেওয়া লিঙ্ককে ক্লিক করে আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে অ্যাফিলিয়েটের রেজিস্ট্রেশন ফর্মে যাবেন।
Registration form এ আপনার ইমেইল দিবেন।
আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে এই কোডটি নিচের বক্সে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
সাবমিট অপশনে ক্লিক করার পর আবারো একটি রেজিষ্টেশন ফর্ম আসবে।
রেজিস্ট্রেশন ফর্মে আপনি আপনার নাম, ফোন নম্বর, এবং পাসওয়ার্ড দিবেন।
তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন।
সহজ অ্যাফিলিয়েটি একাউন্ট করার সাথে সাথে আপনি 100 টাকা বোনাস পেয়ে যাবেন।
এভাবে আপনি খুব সহজে একাউন্ট খুলতে পারবেন।
sohoja affiliate এ যেভাবে পেমেন্ট নিবেন:-
এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে প্রতিটি সেল কমিশন মাত্র 500 টাকা হলে উত্তোলন করতে পারবেন। এই টাকা বিকাশ, নগদ, রকেট এছাড়া ব্যাংক একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
Marketplace মার্কেটপ্লেসে পোষ্ট অনেকেই করতে জানে তবে পোস্টকে এপ্রুভ করাতে জানে না। দেখা যায় মার্কেটপ্লেসে সঠিক নিয়োমে পোষ্ট না করার কারনে facebook marketplace বন্ধ হয়ে যায়। আজকে বলবো কিভাবে পোষ্ট করলে খুব দ্রুতো এপ্রুভ হবে পোষ্ট।
মার্কেটপ্লেসে পোষ্ট করতে হলে প্রথমে Marketplace মার্কেটপ্লেসে প্রবেশ করতে হবে।