ঈদুল আযহার সুন্নত সমুহ


ইসলামে সুন্নতের গুরুত্ব অপরিসীম আল্লাহ তায়ালা বলেছেন, হে নবী! আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাস তাহলে আমাকে অনুসরণ কর তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও ক্ষমা করবেন। ( সূরা আলে ইমরান-31)
এ আয়াতে সুন্নতের একটি গরুত্ব ও দুটি পুরুস্কারের ঘোষণার কথা বলা হয়েছে। এক. আল্লাহকে ভালোবাসার একমাত্র পদ্ধতি হলো, নবীর সুন্নতের অনুসরণ করা।পুরুস্কারি দুটি হলো,
দুই. আল্লাহ তায়ালার ক্ষমা পাওয়া।


আগামীকাল ঈদুল আযহা। তাই আসুণ আমরা ঈদুল আযহার সুন্নতগুলি পালন করি।
ঈদুল আযহার সুন্নত সমূহ:
এক. খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়
দুই. ফযরের সালাত নিজ মহল্লার মসজিদে পড়া
তিন. মেসওয়াক করা
. গোসল করা
পাচ. শরীয়ত অনুমদিত পোষাক পরিধান করা
ছয়. সাধ্যমত উত্তম পোষাক পরিধান করা
সাত. আতর ব্যবহার করা

আট. কোনো কিছু না খেয়ে ঈদের মাঠে যাওয়া এবং সর্বপ্রথম নিজের কুরবানির মাংশ খাওয়া
নয়. ঈদের নামায ওযর না থাকলে মসজিদে না পড়ে ঈদের মাঠে পড়া
দশ. ঈদগাহে পায়ে হেটে যাওয়া
এগার. উচ্চস্বরে তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া


আল্লাহ আমাদের সকলকে রসেূলের আদর্শে আদর্শবান হওয়ার তাওফিক দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।

সত্য প্রকাশ

আমার নামঃ মুফতি রেজাউল করিম। আমি একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করছি। পাশাপাশি এ ব্লগের সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায় সময় পেলে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখার চেষ্টা করি। যেন অনলাইনেও মানুষ ইসলামি জ্ঞান অর্জন করতে পারে। আপনিও চাইলে এ ব্লগে লিখতে পারেন। মোবাইলঃ 01782-40 91 69

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন