করোনা ভাইরাস হতে পারে হাশরের ময়দানের দৃষ্টান্ত |
করোনা ভাইরাস হতে পারে হাশরের ময়দানের দৃষ্টান্ত
হাশরের ময়দানে আপনজনদের ভুলে যাবে :
হাশরের ময়দানে মানুষ তার আপনজনদের ভুলে যাবে। সবাই নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে। হজরত রাসুল সা. বললেন ‘তিনটি স্থানে কেউ কারও কথা স্মরণ রাখবে না।
১. মিযানের নিকট। সেখানে প্রত্যেকেই চরম উদ্বিগ্ন হয়ে জানতে চাইবে যে, তার নেকির পাল্লা হালকা হয়, নাকি ভারী হয়!
২. আমলনামা প্রদানের সময়, যখন প্রত্যেককে বলা হবে ‘তোমাদের নিজ নিজ আমলনামা পাঠ কর।’ তখন প্রত্যেকেই ভীষণভাবে অধীর হয়ে জানতে চাইবে যে, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি পেছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হবে।
৩. পুলসিরাতের নিকট, যখন তা জাহান্নামের উভয় পাড় ঘেঁষে ওপরে বসানো হবে (এবং তার ওপর দিয়ে অতিক্রমের নির্দেশ দেয়া হবে)। এই তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ রাখবে না।’ (আবু দাউদ)
এবার নিচের সংবাদটি পড়ুন
করোনায় আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সী থেরেসা ফ্রান্জাসে শনিবার মারা যান। কিন্তু তার মৃত্যুর পরেও তাকে দাফন করতে পারছিলেন না বলে জানান থেরেসার ভাই। কারণ, কেউই করোনার রোগীর দাফনে এগিয়ে আসছিলেন না। এমনকী হাসপাতালগুলিও বারবার ফিরিয়ে দিচ্ছিল বলে অভিযোগ করেন ওই নারীর ভাই। যার জেরে গত ৩৬ ঘণ্টা ধরে মৃতবোনের দেহ আগলে বসেছিল ভাই। এমনই মর্মান্তিক পরিস্থিতির শিকার ইতালির নাপোলি এলাকার বাসিন্দা লুকা ফ্রা্ঞ্জে।
লুকা ফেসবুকে এসে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার বোন তার বিছানায় মরে পড়ে আছে। আমি জানি না কী করতে হবে। আমি আমার বোনকে তার প্রাপ্য সম্মান দিতে পারছি না। সব প্রতিষ্ঠান আমাদেরকে ত্যাগ করেছে। আমি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু কেউ আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি।’
এবার কোরআনের আয়াতের সাথে মিলিয়ে দেখুন,আল্লাহ তা'আলা ইরশাদ করেন- সেদিন সম্পদ ও সন্তান কোন কাজে আসবে না।
[সূরা: আশ-শুরা, আয়াত: ৮৮]
আল্লাহ তা'আলা ইরশাদ করেন-সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
[সূরা: আবাসা, আয়াত:৩৪- ৩৭]
সেদিন মানুষ এতটা ভয় ও উৎকণ্ঠার মধ্যে থাকবে যে, কাছের কোন মানুষেরও খোঁজ কেউ নিবে না।
ঠিক বর্তমান বিশ্বের মত৷ করোনায় আক্রান্ত ব্যক্তির খোঁজ কেউ নিচ্ছে না৷ সবাই সবার থেকে পালাচ্ছে৷ এমনকি কেউ কারো সাথে হাত মেলাতেও চাচ্ছে না৷ প্রত্যেকেই নিজেকে নিয়ে মহা ব্যস্ত৷
আরো পড়ুন>>
করোনা ভাইরাস থেকে বাঁচতে মুফতি রেজাউল করিমের পরামর্শ
অর্থও এখন মূল্যহীন
প্রথমে সংবাদটিপড়ুন,
"করোনা মোকাবিলায় জার্মান সরকার ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে। দুর্যোগকালীন পরিস্থিতি সামাল দিতে ৫৩ হাজার ৬০০ কোটি ডলারের তহবিল আছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। স্পেন ২১ হাজার ৯০০ কোটি, পর্তুগাল হাজার কোটি, ফ্রান্স প্রায় ৫ হাজার কোটি, যুক্তরাজ্য ১ হাজার ৪৫০ কোটি এবং মার্কিন সিনেট ১০ হাজার ৪০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে।
এত টাকা খরচ হলেও তা যেন আতঙ্কের। কারণ কাগুজে অর্থ এখন ভাইরাস ছড়নোর একটা উপাদান হিসেবে মনে করা হচ্ছে। কাগুজে নোট সত্যিই কাগুজে বাঘে পরিণত হয়েছে। ডিজিটাল অর্থ খুব কম মানুষেরই আছে৷"
এবার দেখুন হাশরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ কি বলেন,
আল্লাহ তা'আলা ইরশাদ করেন- "সেদিন সম্পদ ও সন্তান কোন কাজে আসবে না।"
[সূরা: আশ-শুরা, আয়াত: ৮৮]
যেমন আজ কোটি কোটি জলারের বিনিময়েও করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যাচ্ছে না৷ কোটি টাকাও কোন কাজে আসছে না৷ কেমন যেন সব রাষ্ট্রপ্রধান বলছে, "আমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না। আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল।"
হাশরের ময়দানের ক্ষমতা একমাত্র আল্লাহর৷
করোনা মোকাবেলায় ইউরোপ আমেরিকাসহ সকল রাষ্ট্রই ব্যর্থ৷ কারো রাজত্ব কোন কাজে আসছে না৷
কারো কোন ক্ষমতা নেই ৷ হাশরের ময়দানের মত৷
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপে কন্তে ..
”আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, মহামারীটি শারীরিক ও মানসিকভাবে আমাদের মেরে ফেলেছে। আমরা আর কী করতে পারি তা বুঝতে পারছি না, সমস্ত সমাধান অবসাদে,অবসন্ন। আমাদের একমাত্র আশা আকাশে রয়ে গেছে,
ঈশ্বর আপনার লোকদের উদ্ধার করুন”
আল্লাহ তায়ালা জমিনকে ভাজ করে ফেলবেন। এবং তিনতিন বার উদীপ্ত কন্ঠে বলবেন- আমি প্রতাপশালী.. আমি প্রতাপশালী..। আমি প্রতাপশালী।
অতঃপর তিনি ত্যাজদিপ্ত কন্ঠে জিজ্ঞেস করবেন আজকের রাজত্ব কার? আজকের সার্বভৌমত্ব কার? আজকের এ অধিপত্য কার? জবার দেওয়ার মতো কেউই থাকবে না। নৈশব্দের মধ্যে তিনি পূণরায় উত্তর দেবেন আজকের রাজত্ব! আজকের সার্বভৌমত্ব!! আজকের অধিপত্য!!! পরাক্রমশালী একমাত্র আল্লাহর।
ইবনে আমরের অপর হাদিসে আছে তিনি কিয়ামতের দিন আসমান জমিনকে ভাজ করে গুটিয়ে নেবেন। অতঃপর আল্লাহ সুবহাহু তায়ালা বলবেন আমি বাদশা! আমি প্রতাপশালী!! আমি অহংকারী!!
আরো পড়ুন>>
করোনা ভাইরাস থেকে বাঁচার জন্যে যে এন্টিবায়োটিক নিয়মিত সেবন করতে হবে৷
এরপর প্রতিপক্ষের জন্য প্রশ্ন ছুড়ে দেবেন ৷
দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার অহংকারকারীরা কোথায়? তখন আল্লাহ তায়ালা সুউচ্চ কন্ঠে তিন বার জিজ্ঞাসা করবেন আজকের রাজত্ব কার? আজকের সার্বভৌমত্ব কার? আজকের আধিপত্য কার? এতপর আবার নিজেই নিজের উত্তর দিবেন আজকের রাজত্ব... আজকের সার্বভৌমত্ব...আজকের অধিপত্য!! প্রতাপশালী একমাত্র আল্লাহর।
অবশেষে, করোনা ভাইরাস হোক আমাদের আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার ফিরে আসার কারণ৷
[ সম্পাদক]