সংবাদ |
কোভিড- ১৯ এর প্রকোপে সাড়া বিশ্ব আজ স্থবির ৷ প্রায় দেশে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমুজুর সহ মধ্যভিত্ত পরিবারগুলো অনেকটাই অসহায় হয়ে পড়েছে । সেইসব অসহায় দুস্ত দিনমজুরের প্রতি সহানুভুতিশীল হয়ে তাদের কষ্টের সীমা কিছুটা লাঘব করতে, তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের নন্দিত মুফাসসির ও ওয়ায়েজ মাওলানা হাসান জামিল।
গতকাল বুধবার ২৯ এপ্রিল ঢাকা নিউমার্কেট কুমিল্লাসহ দেশের কয়েকটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ১০০০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মাওলানা হাসান জামিল সাহেব। হযরতের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন।
আরো পডুন→মহামারিতে মুমিনের করণীয়
উল্লেখ্য মাওলানা হাসান জামিল রাবেতাতুল ওয়েজীন বাংলাদেশ এর মহাসচিব। ইতোমধ্য রাবেতাতুল ওয়েজীনের পক্ষ হতে দেশের সাতটি জেলায় আলেম-ওলামা ও কর্মহীন মানুষের পাশে প্রায় অর্ধ কোটি টাকা সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হয়।
হযরতে খাদেম বলেন, মাওলানা হাসান জামিল সাহেব প্রতিদিন নিয়মিত নিজের উস্তাদ, সহকর্মী, ভক্ত, ছাত্র ও বন্ধুবান্ধব সহ অনেক পরিচিত লোকদেরকে গোপনে দান করে যাচ্ছেন।
তিনি আরোও বলেন, হুজুরের ভক্তবৃন্দ অনেক এবং তাদের সাথে হুজুর পরিচিত হওয়ায় অসংখ্য লোক হযরতের সাথে যোগাযোগ করে। তখন হযরত ব্যক্তিগত তাহবিল থেকে সবাইকে সাধ্যমত হাদিয়া দিচ্ছেন।
কোভিড- ১৯ এর প্রকোপে সাড়া বিশ্ব আজ স্থবির ৷ প্রায় দেশে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমুজুর সহ মধ্যভিত্ত পরিবারগুলো অনেকটাই অসহায় হয়ে পড়েছে । সেইসব অসহায় দুস্ত দিনমজুরের প্রতি সহানুভুতিশীল হয়ে তাদের কষ্টের সীমা কিছুটা লাঘব করতে, তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের নন্দিত মুফাসসির ও ওয়ায়েজ মাওলানা হাসান জামিল।