আমার প্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা৷ জানি তোমরা খুব ব্যস্ত সময় পার করছো৷ এদিক সেদিক খুঁজে ফিরছো অ্যাসাইনমেন্ট৷ তাই তোমার কাজ সহজ করার জন্য নবম শ্রেণির পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছাপোষণ করেছি।
এক নং প্রশ্নের উত্তর (ক)
নিউটনের তৃতীয় সূত্র হলো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত
প্রতিক্রিয়া আছ।
এক নং প্রশ্নের উত্তর (খ)
গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে
থেমে যায় না। জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে
চায়। কোনো বস্তু যদি স্থির থাকে তবে সেটি স্থিরই থাকতে চায়। আবার বস্তু গতিশীল থাকলে
ওসটি গতিশীল থাকতে চায়।সুইচ চালু থাকলে বৈদ্যুতিক পাখা ঘূর্ণন গতিতে গতিশীল থাকে, যখন
সুইচ বন্ধ করে দেওয়া হয় তখন জড়তার কারণে পাখা
তার ঘূর্ণন গতি বজায় রাখতে চায় । সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক পাখা না থেমে
বেশ কিছু সময় ধরে ঘুরতে থাকে।
এক নং পশ্নের উত্তর (গ)
এক নং প্রশ্নের উত্তর (ঘ)
ধাক্কা লাগার পূর্বে প্রথম গাড়ি স্থির অবস্থান থেকে
0.2ms-2 তুরণে 60s চলে। এর পর ধাক্কা লাগে, সুতরাং ধাক্কা লাগার 60s সময় প্রথম গাড়ির
বেগ থাকবে সময় অতিক্রম করার পরের শেষ বেগ।
ভরবেগের সংরক্ষণ সূত্রটি হলো, “ একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া
ও প্রতিক্রয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের
কোনো পরিবর্তন হয় না।
অতএব, তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। সুতরাং উদ্দীপকের
ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে।