আজ বুধবার মহেশপুর আজীজুল উলুম কওমী মাদরাসায় এক কাউন্সিল অধিবেশনে এ উলামা পরিষদ গঠিত হয়৷
অধিবেশন বেলা ১১ টা থেকে শুরু হয়৷ প্রত্যেক মাদরাসা থেকে একেক জন বয়ান করার পর উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়৷
"সবাই ভোটার সবাই প্রার্থী" হিসেবে সকলেই আনন্দের সাথে নিজ নিজ প্রার্থীকে ভোট দিয়েছেন৷ বেলা ২টা নাগাদ ভোট দেয়া শেষ হয়৷
ভোটের ফলাফল: মাওলানা সরোয়ার হোসেন ৬৩ ভোট পেয়ে সভাপতির পদ পেয়ে জয়যুক্ত হন৷
মুফতি রফিকুল ইসলাম বিন নুরী( মুহতামিম সুফফাহ মাদরাসা)
৫১ ভোট পেয়ে সেক্রেটারী হিসেবে নিযুক্ত হন৷
আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা আবু দাউদ সাহেব, মাওলানা হুমায়ুন কবীর সাহেব ও মাওলানা আব্দুল আলী সাহেব৷ অধিবেশনে আরো উপস্থিত ছিলেন মহেশপুর থানার সকল কওমী মাদরাসার শিক্ষকবৃন্দ৷