যুক্তরাজ্যে এই প্রথম কোনো বিড়াল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেলো৷ সংবাদে জানা যায়, বিড়ালটি তার মালিকের কাছ থেকে সংক্রমিত হয়৷ প্রথমে বিড়ালটির শ্বাসকষ্ট হয় ৷ পরবর্তীতে পরীক্ষা করা হলে বিড়ালটি করোনায় আক্রান্ত হয়েছে বলে জানান তার চিকিৎষক৷
চিকিৎষকরা পরামর্শ দিয়েছেন, যারা বিড়াল পোষেন তারা যেন বিড়ালকে কিস না করেন৷ তারা আরো বলেছেন, বিড়ালের মালিকরা যেন বিশেষ করে বিড়ালকে তাদের খাবার শেয়ার না করেন৷
এ দিকে বৃটিশ প্রধানমন্ত্রী বলেছেন, সেপ্টেম্বরে শিক্ষার্থীদের অবশ্যই স্কুলে যেতে হবে৷ কারণ হিসেবে তিনি বলেছেন, দীর্ঘ দিন যাবত স্কুল বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের বিশাল ক্ষতি হচ্ছে এবং মানসিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে৷
বিজ্ঞানীরা বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ছাত্র ছাত্রীরাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে সরকার এক প্রকার রিস্ক নিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবেন৷