তিনি বলেন, প্রিয় ভাইয়েরা আজকে আমার আপনাদের সামনে আসার অন্যতম উদ্দ্যেশ্য হলো, আমাকে নিয়ে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছে৷ আপনারা একটি ভিডিওর অংশ দেখেছেন এবং তা দেখার পরে অনেকেই আপনারা ব্যাথা পেয়েছেন, দু:খ পেয়েছেন, কষ্ট পেয়েছেন৷
প্রিয় ভাইয়েরা আমি আপনাদের প্রথমে যে কথাটি বলতে চাই তা হলো, আল্লাহ তাআলা বলেছেন, خلق الانسان ضعيفا
অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে৷ আমিও সেই দুর্বলদের একজন৷ সুতরাং আমার ভুল হবে না এটা মনে করা একেবারেই শয়তানের মত পরিচয় হবে৷ আমি মানুষ আমার ভুল হওয়াটাই স্বাভাবিক৷
আরও পড়ুন→কীভাবে আপনি সফল হবেন?
প্রিয় ভাইয়েরা, আমি একজন আলেম পরিবারের লোক৷ একজন হুজুর পরিবারের লোক৷ আমার পিতা একজন আলেম ছিলেন৷ একজন ওয়ায়েজ ছিলেন৷ তিনি কখনো আমাকে এই শিক্ষা দেননি যে, আমি মানুষের সাথ খারাপ আচরণ করবো বা কাউকে কটু কথা বলবো৷ তিনি সর্বদা আমাকে এই শিক্ষাই দিয়েছেন যে, সর্বদা সত্যের ওপর অবিচল থাকবো৷ অটল থাকবো৷
আরও পড়ুন→বিতর নামায ১ রাকাত নাকি তিন রাকাত?
প্রিয় ভাইয়েরা, আমার দ্বিতীয় কথা হলো, আমি ঈদ পরবর্তী লাইভে এসেছিলাম৷ এটাই ছিলো আমার অসুস্থ হওয়ার পর প্রথম লাইভ৷ আমি মূলত এসেছিলাম আমার ভালোবাসার মানুষের সাথে কুশল বিনিময় করার জন্য৷ লাইভে একের পর এক যখন অযাচিত কমেন্ট আসতে থাকে৷ তখন আমি ক্ষীপ্ত হয়ে এমন কিছু কথা বলি যা আপনাদের বুকে লেগেছে৷ বা যে কথাগুলো আপনাদের কাছে সৌজন্যমূলক হয়নি৷ এবং আমি নিজেও মনে করছি কথাগুলো সৌজন্যমূলক ছিলো না৷ এভাবে আমার বলাটা উচিৎ হয়নি৷ সুতরাং আমি যে কথাগুলো বলেছি তা অনাকাঙ্খিত ও অসৌজন্যমূলক৷ মূলত আমি প্রথমত যে কথাটি বলেছিলাম তার মধ্যে একটি গ্যাপ চলে গেছে৷
আরও পড়ুন→বিতর নামায আদায়ের পদ্ধতি
তা হলো, যারা হুজুর সাজে৷ কিন্তু এর মধ্যে আমার ম্যাক্সিমাম শব্দটা ভুল ছিলো৷ শব্দচয়ন ভুল ছিলো৷ এই ভুলের জন্য প্রথমত আমার মহান রব আল্লাহ তায়ালার নিকট ক্ষমা চাচ্ছি৷ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন৷ নবা কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন৷ বান্দা গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ ক্ষমা করতে ভালো বাসেন৷ তাই অনাকাঙ্খিত অপ্রত্যাশিত যে ভুল হয়েছে বা করেছি তার জন্য প্রথম আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি৷
আরও পড়ুন→করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
তিনি আরও বলেন, আলেম সমাজ এদেশের জন্য বড় নেয়ামত ও রহমত ৷ আমি কিন্তু বলেছি, আলেমদের যদি কেউ খারাপ কথা বলে কটু কথা বলে তাহলে তা আমার কলিজায় লাগে৷
আরও পড়ুন→করোনা ভাইরাস থেকে বাচতে মুফতি রেজাউল করিমের যে পরামর্শ
সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি৷ যারা আমার কথাগুলো কষ্টের সাথে নিয়েছেন৷ যারা এ কথাগুলো মেনে নিতে পারেননি৷ যারা আমার কাছ থেকে এমন কথা আশা করেননি৷ আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি৷ আপনারা দ্বীনি ভাই হিসেবে ক্ষমা করে দিবেন৷