আবারও সড়কে ঝরলো তাজা প্রাণ৷ চুয়াডাঙ্গা সরোজগঞ্জে বাসের ধাক্কায় নসিমনের ৫ যাত্রীসহ ৬ জন নিহত হয়েছে৷ আহত ৫ জনের অবস্থা গুরুতর৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রয়াল পরিবহন নামে একটি বাস চট্রগ্রাম থেকে মেহেরপুর যাচ্ছিলো৷ পতিমধ্যে চুয়াডাঙ্গা সরোজগঞ্জে রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুটি নসিমনকে ধাক্কা দেয় বাসটি৷ মূহুর্তেই দুমড়ে মুচড়ে যায় নসিমন৷ এতে প্রাণ যায় ৬ জনের৷
প্রত্যক্ষদর্শী একজন বলেন, ড্রাইভার ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলো৷ গাড়ি বাম দিকে চলার পরিবর্তে ডান দিকে চলছিলো৷ ফলে এ ঘটনা ঘটে৷ নিহতদের ৫ জন দিনমজুর৷ ১ জন গ্রাম্য চিকিৎসক ছিলো৷ সবাই সদর উপজেলার বাসিন্দা৷
ঘটনার পর বাস চালককে আটক করেছে পুলিশ৷ নিহতদের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক৷