মহেশপুর উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়নের বেড়ের মাঠ থেকে হঠাৎপাড়া পর্যন্ত রাস্তাটি পাকা করণের দাবিতে মানব বন্ধন পালিত হয় ৷
একজন ভুক্তভুগী সুফফাহ মাদরাসার মুহাদ্দীস ও বেড়ের মাঠ জামে মসজিদের ইমাম ও খতীব সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, দীর্ঘ দুই বছর যাবত আমি এখানে ইমামতি করছি৷ যখন বৃষ্টি হয় তখন এ রাস্তা দিয়ে চলাফেরা করা অসম্ভব হয়ে যায়৷ বৃষ্টি হলে আমি দীর্ঘ দশ কিলোমিটার ঘুরে মাদরাসায় যাই ৷ আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করব, তিনি যেন এ রাস্তাটি পাকা করে জনগণের কষ্ট লাঘব করেন৷
আরেক জন ভুক্তভুগী বীর মুক্তিযোদ্ধা সুলতান ফকীর বলেন, "আমরা এ গ্রামে আট জন মুক্তিযোদ্ধা আছি৷ আমি আপনাদের কাছে জানতে চাই মৃত্যুর আগে আমরা এ রাস্তা পাকা করে দিয়ে যেতে পারব কি না?"
জানা যায়, আট থেকে দশ বার এ রাস্তা পাকা করণের কথা থাকলেও অজানা কোনো কারণে আজও পাকা হয়নি৷ তাই সকলের এ দূর্ভোগ৷ এখন বেড়ের মাঠের জনগণের একটাই দাবি "পাকা রাস্তা চাই৷"
সরাসরি লাইভে ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি শ্রোদ্ধেয় সরোয়ার হোসেন ভাই, সহকর্মী জাকির হোসেন, সেলিম রেজা, আহসান হাবীব সাগর ও দেশ প্রেমিক মিলন।