শত শত পোস্টারে ছেঁয়ে গেছে ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ এলাকার ওলি-গলি। সেখানে বড় বড় অক্ষরে লেখা রযেছে, "নিখোঁজ ব্যাক্তির সন্ধান দিন" নিচে মাওলানা মাহমুদ মাদানীর ছবি! ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এ পোস্টার ছড়িয়ে পড়েছে।
আবু হানিফা কে কি কুফরী হতে তাওবা করানো হয়ে ছিলো?
জানা গেছে, পুরো ভারতজুড়ে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের নতুন বিল সিএএ এবং এনআরসি বিরোধী বিক্ষোভ। দেশজুড়ে বিক্ষোভের ধারাবাহিকতায় পূণ্যভূমি দেওবন্দেও চলছে মুসলিম নারীদের লাগাতার অনশন।
আরো পড়ুন
মহিলাদের কবর যিয়ারত ও জুনুবী ব্যক্তির ভুলক্রমে আদায়কৃত নামাযের হুকুম কি?
তবে শুরু থেকেই এ বিষয়ে নিরব থাকায় জমিয়তে উলামায়ে হিন্দের একাংশের সেক্রেটারী জেনারেল মাওলানা মাহমুদ মাদানী এ বিষয়ে নিরব থাকায়, তিনি নিখোঁজ রয়েছেন বলে পোস্টারে ছেঁয়ে গেছে দেওবন্দ এলাকা। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এখন পর্যন্ত তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব বিল পাশ হওয়ার পরে বিলের বিরুদ্ধে দু’একটি সভা-সমাবেশে তাকে বক্তব্য দিতে দেখা গেলেও ইদানিংকালে নিজেকে আত্নগোপনে রেখেছেন বলে অভিযোগ করছে সাধারণ মুসলিমরা। তার এই আত্নগোপনের সহ্য করতে পেরেই অভিনব এ প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা।
আরো পড়ুন
মসজিদে দুনিয়াবী কথা বলা কি হারাম?
পুরো ভারতজুড়ে ভাইরাল সেই পোস্টারটি নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য। অনেকেরই প্রশ্ন, মাওলানা মাহমুদ মাদানী কোথায়? তবে এ নিয়ে জমিয়তের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য আসেনি।