মালিবাগের চার শহীদ তোমরাই আমাদের প্রেরণা

যুগে যুগে যারা আল্লাহর জন্য, আল্লাহর ঘর রক্ষার জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে ইতিহাস কখনো তাদের ভোলে না৷ তারা হারিয়ে যায় না মুসলিমদের মন থেকে৷ তারা যুগ যুগ ধরে বেঁচে থাকে মুমিনের অন্তরে৷ 


মালিবাগের চার শহীদ তোমরাই আমাদের প্রেরণা

আজ ১৫ আগস্ট ৷ ২০০২ সালের এই তারিখে আল্লাহর ঘর রক্ষার জন্য শাহাদাতের তামান্না পান করে ছিলেন ৪ জন জানবায৷ মনে আছে তাদের কথা? হ্যাঁ, মনে তো থাকবেই৷ তারা যে শুহাদা ৷ তারা যে জান্নাতের উড়ন্ত পাখি৷ তাদের নাম নিতেও যে মজা লাগে৷ তারা হলেন, শহীদ আবুল বাশার, শহীদ রেজাউল করিম ঢালীসহ চার জন৷



তোমরা তো শাহাদাতের সুধা পান করেছিলে আল্লাহর ঘর রক্ষার জন্য৷ তোমরা কি জান? মসজিদটি আগের নামে নেই৷ এখন তার নাম 'শহীদী মসজিদ' এটা যে তোমাদের শাহাদাতের বরকত ৷ তোমরা কি জান? তৎকালীন ক্ষমতাসীনদের বর্তমান কী শোচনীয় অবস্থা? তোমারা তোমাদের মালিকের কাছ থেকে জেনে নিও৷



তোমাদের রক্তের বিনিময়ে আজও টিকে আছে লাখও লাখও মসজিদ ৷ আমাদের স্মরণ করিয়ে দেয় হযরত সাহাবায়ে কেরামের কথা। তাদের তাঁজা রক্তে আজো দীন টিকে আছে। ঠিক তেমনি তোমাদের রক্তের বিনিময়ে এ দেশে মসজিদ মাদরা ইসলাম ও মুসলিমরা টিকে আছে৷ তোমাদের মত ইসলামী সৈনিকদের জন্যই এ দেশে টিকে থাকবে ইসলাম ও মুসলমান৷



তোমরা হয়তো জান না ৷ জানতেও পারো ৷ হযরত পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহি আলাইহি তাঁর বক্তব্যে বি এন পি জামাত সরকারের কাছে চারটি দাবী পেশ করেছিলেন। দাবীগুলো হলো-

১. খুনী তৌফিক ও ছাত্রদল নেতা হানিফসহ খুনিদের গ্রেপ্তার করে অবিলম্বে বিচার কার্যকর করতে হবে৷

২. খালেদা জিয়াকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে৷

৩. সরকারী জায়গায় যত মসজিদ আছে ঐ সকল জায়গাকে মসজিদের নামে ওয়াকফ করে দিতে হবে৷

৪. এবং শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।



বড় দুঃখজনক বাস্তবতা হলো, কোন দাবীই মানেনি তখনকার জোট সরকার। তাতে কি? আমরা পেয়েছি তোমাদের থেক অনুপ্রেরণা৷ পেয়েছি শহীদী তামান্নায় উজ্জীবিত হয়ে দীন প্রতিষ্ঠার আরো শতগুণ তামান্না ৷ তোমরাই তো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ শাহাদাতের তামান্না কেমন হওয়া উচিত ৷ আমাদেরকে বুঝতে শিখিয়েছ ক্ষমতাসীন দলের মধুমাখা কথার পেছনে থাকে বিষাক্ত ও রক্তাক্ত কিছু নির্মম বাস্তবতা।


প্রিয় পাঠক! মালিবাগের শহীদদের রক্ত আমাদের শিরায় শিরায় উপলব্ধি করছি। তাদের মতোই শহীদি তামান্না বুকে নিয়ে হাজারো পার্থিব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দ্বীন কায়েমের পথে নিজেকে উৎসর্গ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমীন।


আপনার জন্য নির্বাচিত কিছু প্রবন্ধ৷ পড়ার জন্য লেখার উপর ক্লিক করুন৷

(১) বিতর নামায ১ রাকাত নাকি তিন রাকাত?           

(২) বিতর নামায আদায়ের পদ্ধতি কি?                     

(৩) সহীহ হাদীস কি বুখারী মুসলিমে সীমাবদ্ধ?          

(৪) যৌন উত্তেজক ট্যাবলেট খাওয়ার হুকুম কি?        

(৫) সফলতার গোপন সূত্র যা না জানলে নয়               






সত্য প্রকাশ

My name: Mufti Rezaul Karim. I am teaching in a communal madrasah, I try to write something about Deen Islam when I have time because I have a fair amount of knowledge about online. So that people can acquire Islamic knowledge online. You can also write on this blog if you want.

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন