১৫ আগস্টের কবিতা

 

১৫ আগস্টের কবিতা



তুমি কি জান আজ ১৫ আগস্ট? ১৫ আগস্ট কি? তুমি কি জান? ১৫ আগস্ট কি? না জানলে জেনে নাও আমার এ কবিতা হতে! কবিতার নাম কি জানো? কবিতার নাম "আগস্ট মানে কি?"




আগস্ট মানে লক্ষ কোটি হৃদয়ের রক্তক্ষরণ৷

আগস্ট মানে লাল সবুজ পতাকার গায়ে কালো শকুনের ছোবল৷


আগস্ট মানে পিতার জামায় রক্তের লাল দাগ৷

আগস্ট মানে আঠার কোটি বাঙালীর মাথায় হাত৷


আগস্ট মানে জীবন যোদ্ধা মায়ের মৃত্যু শোক৷

আগস্ট মানে ছোট্র জয়ের নানা হারানো এক শোক৷


আগস্ট মানে শিশু রাসেলের বাঁচার চির আর্তি৷ 

আগস্ট মানে শ্রাবণ জলে ভাই হারানোর স্মৃতি


আগস্ট মানে বাবা-মা হারানো কন্যার চোখের জল৷

আগস্ট মানে পিতার রক্তে রাঙানো হাত সবসময় অবিচল৷

আগস্ট মানে রাতের আঁধারে হানা দেয়া কিছু ভয়াল নিশাচর৷


আগস্ট মানে মানুষরূপী পিশাচের এক দল৷ 

আগস্ট মানে নববধূর হাতের মেহেদী রক্তের স্রোত বন্যা৷

আগস্ট মানে স্বজন হারানোর গভীর ক্ষত আর চির শোকের কান্না৷


আগস্ট মানে ভিনদেশী কিছু মানুষের মত বাঙালির ছাপ৷

আগস্ট মানে কিছু জানোয়ার বর্বরদের উম্মাদনার কাল৷


আগস্ট মানে ধানমণ্ডির পাঠশালাটায় জনমের কালো ছায়া৷

আগস্ট মানে বাঙালীর মনে চিরদিন রবে মায়া৷


আপনার জন্য নির্বাচিত কিছু প্রবন্ধ৷ পড়ার জন্য লেখার উপর ক্লিক করুন৷

(১) বিতর নামায ১ রাকাত নাকি তিন রাকাত?           

(২) বিতর নামায আদায়ের পদ্ধতি কি?                     

(৩) সহীহ হাদীস কি বুখারী মুসলিমে সীমাবদ্ধ?          

(৪) যৌন উত্তেজক ট্যাবলেট খাওয়ার হুকুম কি?        

(৫) সফলতার গোপন সূত্র যা না জানলে নয়               






সত্য প্রকাশ

আমার নামঃ মুফতি রেজাউল করিম। আমি একটি কওমী মাদরাসায় শিক্ষকতা করছি। পাশাপাশি এ ব্লগের সম্পাদক এর দায়িত্ব পালন করে যাচ্ছি। অনলাইন সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকায় সময় পেলে দ্বীন ইসলাম নিয়ে কিছু লেখার চেষ্টা করি। যেন অনলাইনেও মানুষ ইসলামি জ্ঞান অর্জন করতে পারে। আপনিও চাইলে এ ব্লগে লিখতে পারেন। মোবাইলঃ 01782-40 91 69

Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন