আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ । আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন পর আবার ব্লগ পোষ্ট লিখতে আরম্ভ করলাম । আজকের পোস্টে আলোচনা করব ‘’সব সহীহ হাদিস কি আমল যোগ্য’’? সব সহি হাদিস আমল যোগ্য? প্রিয় ভিজিটর, আমাদের সমাজের যারা আহলে হাদীস চর্চা করে তাদেরকে মানুষ আহলে হাদিস বা লা মাযহাবী বলে থাকেন। যারা শুধুমাত্র কথায় কথায় সহি হাদিস সহি হাদিস বলে বলিয়ান বুলি আউড়ান। আসলে কি সহিহ হাদিস মানতে হবে? প্রিয় ভিজিটর, সহি হাদিস মানার ক্ষেত্রে মৌলিকভাবে তিনটি শর্ত রয়েছে অর্থাৎ একটি হাদীস সহীহ হওয়ার পরে যদি এই তিনটি শর্ত পাওয়া যায় তাহলে সে হাদীসের উপর আমল করতে হবে। তার উপর আমল করা যাবে নতুবা তার উপর আমল করা যাবে না । আমল করা হবে না।
আরও দেখুন: ব্রাদার রাহুলের মূর্খতা
এক. হাদিসের বিধানটি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস না হতে হবে। আমরা যদি হাদিসের কিতাব দেখি তাহলে দেখতে পাবো এমন অনেক হাদিস আছে যেগুলো রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। যে হাদীসগুলো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খাস। তার উপর আমল করা আমাদের জন্য বৈধ নয়।
দুই. হাদীসটি মানসুখ না হতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য, অগণিত হাদিসের মধ্যে এমন অনেক হাদীস রয়েছে যেগুলো রহিত হয়ে গিয়েছে। সুতরাং যে হাদিস মানসুখ হয়ে গিয়েছে বা রহিত হয়ে গিয়েছে সে হাদিস সহি হলেও তার উপর আমল করা যাবে না।
তিন. হাদিস অনুসারে সাহাবী তাবেয়ী ও মুজতাহিদ ইমামগণের আমল থাকতে হবে অর্থাৎ যে হাদীসটি সহি আমাদের দেখতে হবে সেই হাদিস অনুসারে সাহাবী তাবেয়ী ও মুজতাহিদ ইমামগণ আমল করেছেন কিনা? যদি তারা আমল করে থাকেন তাহলে সে হাদিসের উপর আমরাও আমল করবো। আর যদি তারা সে হাদীসের উপর আমল না করে থাকেন তাহলে হাদিস সহি হলেও আমাদের জন্য সেই হাদিসের উপর আমল করা বৈধ হবে না।
ইমাম মালেক রাহিমাহুল্লাহ বলেছেন,
والعمل اثبت من الاحاديث
অর্থাৎ হাদিসের চেয়েও মদিনায় চালু আমল অধিক শক্তিশালী। ( ইবনে আবু যায়েদ, আল কায়রাওয়ানি, আল জামে, পৃষ্ঠা 117 )
প্রসিদ্ধ হাদিস আব্দুর রহমান ইবনে মাহাদী বলেছেন,
السنة المتقدمة من سنة اهل المدينة خير من الحديث
অর্থাৎ পূর্ব থেকে চলে আসা মদীনাবাসীদের আমল হাদিসের চেয়েও উত্তম। ( প্রাগুক্ত)
মোহাম্মদ ইবনে ইসা আত তাব্বা বলেছেন,
كل حديث جاءك عن النبي صلي الله عليه و سلم لم يبلغك أن أحدا من أصحابه فعله فدعه
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত হাদিস তোমার নিকট পৌঁছাবে এবং তার সাহাবীগণের কেউ তদনুযায়ী আমল করেছেন মর্মে কোন কথা তোমার নিকট পৌছাবে না। সে হাদীসগুলো ছেড়ে দাও। (আল ফাকীহ ওয়াল মুতাফাককিহ,1/132)
আরও দেখুন: টুপি নিয়ে ড. সাইফুল্লাহর মিথ্যাচার