জগদ্বিখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি তার এক টুইট বার্তায় লিখেছেন, দোজাহানের সরদার হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে ফ্রান্স এবং ফ্রান্সের রাষ্ট্রপতি যে ধৃষ্টতা দেখিয়েছে তারপর কি কোনো মুসলমানের পক্ষে এটা সম্ভব যে সে এই দেশের পণ্য কেনাবেচা কিংবা আমদানি রফতানি করবে।এই সম্পদ পূজারিদের তখনই উচিত শিক্ষা হবে যখন ইসলামী বিশ্ব তাদের পণ্য বয়কট করবে। এটা হল সর্বনিম্ম একটি প্রতিক্রিয়া যা আমরা এই মুহূর্তে দেখাতে পারি।
আপনি যেই হোন না কেন? হতে পারেন একজন ফ্রিল্যান্সার৷ মুসলিম উম্মাহর পক্ষে এটি কখনো সম্ভব নয় তারা তাদের নবীর হক আদায়ে গড়িমসি করবে। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে আমাদের সবকিছুর চাইতে প্রিয়। এমন কি আমাদের পিতা মাতার চেয়েও প্রিয়৷ শুধু কি তাই? আমাদের নিজেদের জীবন থেকেও প্রিয়৷ আমি আপনি কিভাবে এমন কোনো জাতির পন্য ক্রয় করি, যারা আমার নবীকে অপমান করে? আমার নবীকে গালি দেয়? নবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে৷ কিভাবে আমরা আমাদের সম্পদ তাদেরকে দেই? কিভাবে আমাদের সম্পদে তাদেরকে লাভবান হতে দেই? না কখনো হতে পারে না। আমাদেরকে সে সব পণ্যের বিকল্প ব্যবহার করতে হবে। এসব পণ্যে তাদের মুখাপেক্ষী হওয়া যাবে না।
এহসানুদ্দীন নুমান৷ একজন ফ্রিল্যান্সার ও প্রফেশনাল ফটো গ্রাফার৷ একটি পরিচিত মুখ৷ বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং ও বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে কাজ করেন৷ বিশেষ ভাবে যারা ফাইভারে কাজ করেন তাদের নিকট বেশ প্রিয় একজন মানুষ এহসানুদ্দীন নুমান৷
তিনি তার ইউটুব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন৷ সেখানে তিনি যা বলেছেন তার সারমর্ম হলো, "যারা নবীকে গালি দেয়, নবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে তাদের সাথে আমাদের সবধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে৷ এটা আমাদের ঈমানের দাবী৷ তিনি আরো বলেন, যদিও আমার এ ভিডিওটি একটি আনকোমন ভিডিও৷ এমন ভিডিও আমি কখনও ক্রিয়েট করি না বাট এটাই আমার চ্যানেলে সব চেয়ে বেস্ট ভিডিও৷"
* আরো পড়ুন: আপনি ফ্রান্সের যে পণ্যগুলো নিত্য দিন ব্যবহার করছেন
* আরো পড়ুন: চুল রং করা কি হারাম?
* আরো পড়ুন: কুরআনের আলোকে জিহ্বা সংযত রাখার গুরুত্ত্ব
আমার ব্যক্তিগত মতামত হলো, আমরা যারা ফাইভারে কাজ করছি প্রতিবাদ হিসেবে আমরা ফ্র্যান্সের কোনো ক্লাইন্টের কাজ অ্যাকসেপ্ট করবো না৷ যে দিন ফ্রান্স প্রকাশ্যে ক্ষমা চাইবে সেদিন থেকে তাদের কাজ আমরা গ্রহণ করবো৷ হয়তো এতে আমরা কিছু ডলার হারাবো বাট ডলারের তুলনায় নবীর ভালোবাসা যে আমার কাছে বহুগুণ মূল্যবান৷
আমি মনে করি, আমরা যারা অনলাইনে কাজ করি তাদের প্রত্যেকের উচিৎ নিজ নিজ জায়গা ও প্লাটফরম থেকে এর প্রতিবাদ ও তাদের বিরুদ্ধে কাজ করা৷ ধন্যবাদ সাইবার ৭১ টিমকে৷ যারা নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ফ্র্যান্সের ৫০ টিরও বেশি ওয়েব সাইট হ্যাক করেছে ও সেখানে নবীর সম্মানে গজল চালিয়ে রেখেছে৷